Archive

পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে অব্যাহত সন্ত্রাস,গুলিবিদ্ধ শিশু মালদায়

 

NBlive মালদাঃ বিজেপি’র হয়ে জিতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেওয়ার অপরাধে এক পঞ্চায়েত সদস্যার শিশুপুত্রের মাথায় গুলি করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পঞ্চায়েতের বোর্ড গড়া নিয়ে রক্তাক্ত মালদহের মানিকচকে বৃহস্পতিবার এই হিংসার ঘটনা ঘটেছে। রামনগরের বাসিন্দা তিন বছরের ওই শিশু মৃণাল মণ্ডল বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে বলে জানা গেছে।

 

জখম শিশুর বাবা পরিমল মণ্ডলের অভিযোগ, বুধবারই বিজেপি’র লোকজন খুন করে দেওয়ার হুমকি দিয়েছিল। এদিন বিকালে বিজেপি’র গুণ্ডবাহিনী বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। আমাদের মারধর করে। আমরা প্রাণভয়ে বাড়ির আশেপাশে লুকিয়ে পড়ি। আমার বাচ্চাটি ঘরের ভেতরে ছিল। ওরা সেখানে ঢুকে বাচ্চার মাথায় গুলি করে। এই বিষয়ে বিজেপি নেতা অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ওই ঘটনার সঙ্গে বিজেপি’র কোনও যোগ নেই। পারিবারিক বা স্থানীয় কোনও বিবাদ থাকতে পারে। বিজেপি ওখানে পঞ্চায়েতের বোর্ড পেয়েছে বলে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে। মানিকচক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Back to top button