Archive

পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বোমা

NBlive কোচবিহারঃ পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার অজস্র হাত বোমা। ঘটনা কোচবিহারের কোতোয়ালি থানার চিলিকিরহাটে। পুলিশ ওই বাড়িতে হানা দিয়ে ৩৬ টি হাত বোমা উদ্ধার করেছে। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলেই দাবী পুলিশ সুপার ভোলানাথ পান্ডের। তিনি জানান এই বাড়িতেই তৈরি করে মজুত হচ্ছিল বোমাগুলি।

দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে । অন্যদিকে মঙ্গলবার রাতে দুটি অত্যাধুনিক মানের পিস্তল সহ এক অস্ত্র চোরাকারবারীকে গ্রেফতার করে পুলিস। ঘটনা কোচবিহারের ২ ব্লকের পুন্ডিবাড়িতে। অভিযুক্তকে ৫ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় আদালত। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবকের নাম নিখিল বর্মন। পূর্ব ধর্মনারায়নেরকুঠির বাসিন্দা সে।

Back to top button