

NBlive অপরাজিতা জোয়ারদারঃ মঙ্গলবার সকালে দীর্ঘদিনের বন্ধু তথা উদ্যোগপতি অনন্দ আহুজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অনিল কাপুরের মেয়ে তথা বলিউডের স্টাইল আইকন সোনাম কাপুর। যদিও মিসেস আহুজা একদিকে নতুন ছবি “ভিরে দি ওয়েডিং” -এর প্রোমোশন, অন্যদিকে মে মাসের ১৪-১৫ তে কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে হাঁটা – সব মিলিয়ে চরম ব্যস্ত। তাই এই নবদম্পতির মধুচন্দ্রিমাপর্ব পিছিয়ে অক্টোবর -নভেম্বর হতে পারে বলে জানা গেছে।

এদিন সকালে মুম্বাইতে কনে পক্ষের আত্মীয় কবিতা সিং-এর বান্দ্রার বাংলোতে শিখ নিয়ম মেনে বিবাহ পর্ব সম্পন্ন হয় সোনাম ও আনন্দ আহুজার। সন্ধ্যায় মুম্বাই-এর লীলা হোটেল সেজে উঠেছিলো দুই পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠিত হওয়া গ্র্যান্ড রিসেপশন উপলক্ষ্যে। যেখানে কাপুর পরিবারের সকলের পাশাপাশি আমির খান, জ্যাকি স্রফ, রাণী মুখার্জী, জ্যাকলিন ফার্নান্ডিস, ক্যাটরিনা কাইফ, করণ জোহার, জুহি চাওলা সহ বলিউডের খ্যাতনামা ব্যক্তিত্বদের উপস্থিতিতে চাঁদের হাট বসেছিলো বৈকি! সন্ধ্যার ড্রেস কোড ছিলো ওয়েস্টার্ন ফর্মাল।

তবে এদিন কঙ্গনা রানাওয়াতের শাড়ি পরিহিত ট্র্যাডিশনাল লুক ফের নজর কেড়েছে। বিবাহ পর্বে আজ সোনামের পোষাক ছিল অনুরাধা ভকিলের ডিজাইন করা – লাল লেহেঙ্গা ও তার সাথে মানানসই জুয়েলারি। অপরদিকে রাঘবেন্দ্র রাঠোরের ডিজাইনে গোল্ডেন শেরওয়ানিতে সেজে উঠেছিলেন আনন্দ আহুজা। যদিও সন্ধ্যের রিসেপশনে নব দম্পতির ফর্মাল লুক ছিলো আকর্ষণীয়।






