Archive
প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, দেখে নিন একনজরে।

NBlive রায়গঞ্জঃ ১৮২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বারানসী আসন থেকে লড়াই করছেন নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীর বিপক্ষে অমেঠি থেকে লড়াই করবেন স্মৃতী ইরানী। গাঁধীনগর থেকে লড়াই করবেন অমিত শাহ।
এদিন ১৮২ আসনের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা গুলির প্রার্থী তালিকাও প্রকাশ করে বিজেপি।
একনজরে দেখে নিন বিজেপির উত্তরবঙ্গের প্রার্থী তালিকাঃ
কোচবিহারঃ নিশীথ প্রামাণিক
আলিপুরদুয়ারঃ জন বার্লা
জলপাইগুড়িঃ জয়ন্ত রায়
রায়গঞ্জঃ দেবশ্রী চৌধুরী
বালুরঘাটঃ সুকান্ত মজুমদার
মালদা উত্তরঃ খগেন মূর্মু
মালদা দক্ষিণঃ রূপা মিত্র চৌধুরী
এদিন সাংবাদিক সম্মেলনে দার্জিলিঙ লোকসভা আসনের প্রার্থীর নাম ঘোষণা করেনি নেতৃত্ব।