Archive

বিজেপির রথযাত্রার অনুমতি আপাতত দিল না হাইকোর্ট

 

 

NBlive ওয়েব ডেস্কঃ কলকাতা হাইকোর্টে ধাক্কা বিজেপির। আগামী ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি পর্যন্ত বিজেপির রথযাত্রা উপর স্থগিতাদেশ হাইকোর্টের। নিরাপত্তা বিষয়কে মাথায় রেখেই মূলত এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট বলে মনে করা হচ্ছে।

এদিকে এদিন কোচিবিহারের সিতাইয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ভেঙে দেওয়া হয়েছে দিলীপ বাবুর গাড়ির কাচ। পুলিশের সামনেই দিলীপ বাবুর গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। এই ঘটনা সামনে আসতেই জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। শুক্রবার উত্তর দিনাজপুর জেলাতেও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী।

Back to top button