বিশ্বের উচ্চতম মূর্তি, স্ট্যাচু অব ইউনিটি’র উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

NBlive ওয়েব ডেস্কঃ স্ট্যাচু অব ইউনিটি’র উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাতের কেওড়িয়ায় নর্মদার তীরে গড়ে উঠেছে ১৮২ মিটার উঁচু এই মূর্তি। বিশ্বের উচ্চতম এই মূর্তির উন্মোচনের পাশাপাশি ওয়াল অফ ইউনিটি, ১৭ কিলোমিটার দীর্ঘ ভ্যালি অফ ফ্লাওয়ার, টেন্ট সিটির উদ্বোধন করেন প্রধান মন্ত্রী।
মূর্তি গড়তে খরচ হয়েছে ২,৯৮৯ কোটি টাকা। নমর্দা বাঁধ থেকে এই মূর্তির দূরত্ব মাত্র সোওয়া তিন কিলোমিটার। সেখানেই সাধুবেট নামে একটি দ্বীপে গড়ে উঠেছে মূর্তিটি। নদীর থেকে দ্বীপে যাওয়ার জন্য নির্মাণ করা হয়েছে আড়াইশো মিটার লম্বা একটি সেতুও। মূর্তি নির্মাণ করতে দেশের ৭০ হাজার গ্রামের বাসিন্দার কাছ থেকে কৃষিতে ব্যবহৃত লোহার দ্রব্য সংগ্রহ করা হয়। কৃষকদের কাছ থেকে পাওয়া ১৩৫ টন লোহা গলিয়ে তৈরি হয়েছে এই বিশাল স্থাপত্য।
১৮০ কিলোমিটার বেগের ঝড় ও রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্পেও এই স্থাপত্যের কোনও ক্ষতি হবে না। মূর্তির বুকে থাকা প্রদর্শশালা দেখতে ওঠার জন্য রয়েছে দু’টি উচ্চগতি সম্পন্ন লিফট। এই লিফটে একসঙ্গে ২০০ জন দর্শক উঠতে পারবেন।