
NBlive অপরাজিতা জোয়ারদারঃ দীর্ঘ অপেক্ষার অবসানে মঙ্গলবার মুক্তি পেলো বলিউডের ” খলনায়ক ” সঞ্জয় দত্তর জীবনী নিয়ে তৈরি, রাজকুমার হিরানী পরিচালিত ছবি ” সঞ্জু”- র টিজার। আর টিজার মুক্তির সাথে সাথেই প্রধান চরিত্রে রণবীর কাপুর- এর লুক ফের অবাক করলো সকলকে। এর আগেও ছবির স্যুট চলা কালীন সঞ্জয় দত্তের সাথে অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করা গেছিলো রণবীর কাপুরের।
ছবির নাম চরিত্রে মানানসই হতে নিজের ওজন বাড়িয়েছেন – আবার ওয়ার্কআউটও করেছেন। সঞ্জয় দত্তর চরিত্রে অভিনয় তার কাছে স্বপ্নপূরণের সামিল বলেও জানিয়েছিলেন রণবীর। আর তার সেই পরিশ্রমই খুব ভালো ভাবে ফুটে উঠেছে টিজারে। সঞ্জয় দত্তের কথা বলার ভঙ্গি, হাটা চলার আদবকায়দা সবই অবিকল ধরা দিয়েছে টিজারে।
এক মিনিটের কিছু বেশি এই টিজারের শুরু হয়েছে ইয়েরওয়াড়া জেল থেকে রণবীর কাপুরের বের হওয়ার দৃশ্য দিয়ে। এরপর সঞ্জয় দত্তের জীবনের নানা ধাপ, চড়াই-উতরাই এর বর্ণনা করেছেন তিনি। মাত্র ২২ বছর বয়সে ড্রাগ অ্যাডিক্ট হয়ে ফুসফুসে সংক্রমণ – আবার ওয়ার্কআউট করে এমন ফিজিক এর অধিকারী যে বিশ্ববিখ্যাত বক্সার মহঃ আলির সাথে তার তুলনা, কখনও রাস্তায় বাস ভাড়ার জন্য ভিক্ষা করা, আবার কখনও নিউইয়র্ক এর সবচাইতে বিলাসবহুল হোটেলে থাকা – এমনকি জেলের সেই ঘর যেখানে কোনো জানলা পর্যন্ত ছিলো না – এমনই অবাক করা বৈচিত্র্যময় জীবন যার – সেই সঞ্জয় দত্তর আবেগময় সফর নিয়েই থাকছে ছবির গল্প। পরিচালক রাজকুমার হিরানী জানান, বায়োপিক অনেকের কাছে একঘেয়ে লাগলেও সঞ্জয় দত্তর জীবনী অনেক আলাদা।
সঞ্জয় দত্তকে তার বায়োপিক তৈরির জন্য কিছু তথ্য জানতে চাওয়ায় তিনি খুব সাহসের সাথে সবধরনের খোলামেলা আলোচনা করেছে। এই আশংকা তার মধ্যে একবারও আসেনি যে, কিভাবে পর্দায় ফুটিয়ে তোলা হবে তাকে। ছবিতে সঞ্জয় দত্তর মা নার্গিস এর ভূমিকায় অভিনয় করছেন মনিষা কৈরালা, সুনিল দত্তের ভূমিকায় অভিনয় করছেন পরেশ রাওয়াল, দিয়া মির্জা অভিনয় করছেন মান্যতা দত্তর ভূমিকায়। এছাড়াও অনুষ্কা শর্মা থাকছেন আইনজীবীর ভূমিকায়, সোনাম কাপুর থাকছেন টিনা মুনিম এর ভূমিকায়। ভিকি কৌশল, জীম সার্ভ, করিশ্মা তন্না সহ একঝাঁক কলাকুশলী থাকছেন ছবিতে।
কেমিও অ্যপেয়ারেন্সে থাকছেন তাবু। যদিও টিজারে কোনো মহিলা চরিত্রকে দেখানো হয়নি। টিজার প্রশংসিত হয়েছে সুভাষ ঘাই এর মত খ্যাতনামা পরিচালকের কাছেও। “ওয়ান ম্যান.. মেনি লাইভস – সঞ্জু – “এর টিজার দেখে সকলেরই আশা, ফের একটি অবিস্মরণীয় ছবি বলিউড পেতে চলেছে। আগামী ২৯ জুন মুক্তি পাবে এই ছবি।