Archive

মুখ্যমন্ত্রীর সাথে কথা বললেন সোনার মেয়ে স্বপ্নার মা, তিনদিন ধরে চলবে জয়ের উৎসব

NBlive জলপাইগুড়িঃ বুধবার এশিয়ান গেইমস-এ সোনা জয় করার পর থেকেই স্বপ্নার বাড়িতে ঢল নামতে শুরু করেছিল সাধারণের। বৃহস্পতিবার দিনও ছিল একই চিত্র। তবে এদিন সকালে স্বপ্নার পরিবারকে শুভেচ্ছাবার্তা দিতে পৌঁছান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।  পর্যটন মন্ত্রীর মোবাইল ফোন থেকেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলেন স্বপ্নার মা বাসনা বর্মন।

সংসারের আর্থিক অনটনের কথা বললেও স্বপ্নার জন্য কোনও কিছুই দাবী করেন নি বাসনা দেবী। তিনি মুখ্যমন্ত্রীকে বলেন, রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করেছে স্বপ্না। আমরা কিছু চাইবো না। যা করবেন আপনারাই করবেন। এদিকে বাসনা দেবীর কথার উত্তরে গোতম বাবু বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি। সরকারের পক্ষে যা সম্ভব হবে তাই করা হবে। এদিকে স্বপ্নার সোনা জয়ের খুশিতে তিনদিন ধরে জেলা জুড়ে নানান কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন সৌরভ চক্রবর্তী।

Back to top button