Archive

রথযাত্রা নিয়ে উঠল স্থগিতাদেশ , প্রশাসনকে বিজেপির সাথে বৈঠকে বসার নির্দেশ

 

Nblive ওয়েব ডেস্কঃ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে কিছুটা হলেও স্বস্তি বিজেপির। রথযাত্রা নিয়ে সিঙ্গেল বেঞ্চের জারি করা স্থগিতাদেশ তুলে দিল ডিভিশন বেঞ্চ। যদিও রথযাত্রার অনুমতি এখনও দেয়নি হাইকোর্ট। এদিন সিঙ্গেল বেঞ্চের নির্দেশ সংশোধন করে ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ১২ ডিসেম্বরের মধ্যে রাজ্য প্রশাসনের তিন শীর্ষ আধিকারিক অর্থাৎ মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজির সঙ্গে বৈঠক করতে হবে রাজ্য বিজেপির তিন প্রতিনিধিকে। সেই বৈঠকেই রথযাত্রার বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নিতে হবে উভয়পক্ষকে। সেই বৈঠকের ফলাফল ১৪ ডিসেম্বর আদালতকে জানাতে হবে।সেদিনই সিদ্ধান্ত হবে ওই যাত্রা কবে হবে এবং নিরাপত্তা কেমন থাকবে।

এই বিষয়ে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা গণতন্ত্র বাঁচানোর ডাকে যাত্রা করতে চেয়েছিলাম। একমাসের আগে আমরা রাজ্যকে বিষয়টি জানিয়েছিলাম। আমরা আলোচনাই চেয়েছিলাম। হাইকোর্টের রায়কে স্বাগত।

 

 

Back to top button