Archiveবিনোদন

রবীন্দ্রনাথ যা লিখে যাননি সেটাই দেখা যাবে এই সিনেমায়

NBlive অপরাজিতা জোয়ারদারঃ ২৫ শে বৈশাখ- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মদিবস। কবিতা, গান, ছোটো গল্প.. তাঁর সব লেখাতেই যেন আমরা নিজেদের আবেগ খুঁজে পাই। ১৮৯২ সালে কবিগুরুর লেখা ছোটোগল্প “কাবুলিওয়ালা “র কথা নিশ্চই মনে আছে সকলের? ১৯৫৭ সালে এই গল্প অবলম্বনে তৈরি চলচিত্র “কাবুলিওয়ালা “র সাথে ছোটোবেলার স্মৃতি জড়িয়ে সব বাঙালীর।

ছবি বিশ্বাস অভিনীত চরিত্র আফগান ফল বিক্রেতা ‘রহমত’ ও ঐন্দ্রিলা ঠাকুর অভিনীত চরিত্র কোলকাতার ছোট্ট বাঙালী মেয়ে ‘মিনি’-র বন্ধুত্ব – যেন কবিগুরুর লেখা গল্পকে ফুটিয়ে তুলেছিলো নিপুণভাবে। ছোটো গল্পের বৈশিষ্ট্য -“শেষ হয়েও হইলো না শেষ” – এই ছবির অপূর্ণতাকে উস্কে দেয়। রহমতকে কি সত্যিই মনে পড়বে না মিনি-র? কবিগুরুর এই গল্পের মতই একই বন্ধুত্ব – ছাড়াছাড়ি- বিস্মৃতি রিক্রিয়েট হলো দেব মেধেকর এর পরিচালনায় “বায়স্কোপওয়ালা ” ছবিতে। ড্যানি ডেনজংপা, গীতাঞ্জলী থাপা, টিসকা চোপড়া,আদিল হুসেন থাকছেন এই ছবির প্রধান চরিত্রে। এই ছবির ২ মিনিটের ট্রেলার মুক্তি পেলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষ্যে।

“কাবুলিওয়ালা “র গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছে এই গল্পের। মিনি বসু বিমান দুর্ঘটনায় বাবাকে হারিয়ে ঘটনাক্রমে ফিরে আসে ছোটোবেলা কাটানো সেই এলাকাতেই। তবে এই গল্পে ছোটোবেলার বায়স্কোপওয়ালার স্মৃতি ফিরে পায় মিনি। ড্যানিকে নানা বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। আগামী ২৫ শে মে মুক্তি পাবে এই ছবি।

Back to top button