Archive
রিক্সা চালকের মেয়ের সোনা জয় এশিয়ান গেইমস-এ, উত্তরবঙ্গের গর্ব

NBlive জলপাইগুড়িঃ এশিয়ান গেইমস-এ রিক্সা চালকের মেয়ের সোনা জয়। চরম দারিদ্রতাকে উপেক্ষা করে উত্তরবঙ্গের স্বপ্নার সোনা জয়ে উৎসবের আমেজ জলপাইগুড়ির কালিয়াগঞ্জ ঘোষ পাড়ায়। বুধবার জলপাইগুড়ির অষ্টাদশী স্বপ্না বর্মন জাকার্তা এশিয়ান গেইমস-এ হেপ্টাথলনে সোনা জয় করে। মেয়ের সোনা জয়ের খবর পাওয়ার পরেই স্বপ্নার ঘোষ পাড়ার বাড়িতে ঢল নেমেছে এলাকার বাসিন্দাদের। স্বপ্নার জয়ে খুশি তাঁর বাবা ও মা। খুশি জলপাইগুড়ি জেলার ক্রীড়া প্রেমীরাও।