Archive

শাশুড়ির নাক নিয়ে গেল বউমা

IMG-20160704-WA0021

ওয়েব ডেস্কঃ  শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিয়ে গেল বউমা। কে কতটা ধানের ভাগ পাবে তাই নিয়েই বচসা শুরু হয় শাশুড়ি ও বউমার মধ্যে। পরে বচসা কামড়া-কামড়ির রূপ নেওয়ায় নাক খোয়াতে হল শাশুড়িকে। ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার বাদামাইল এলাকার পন্ডিতপুরে। আহত ওই মহিলার নাম সুমিত্রা লাহা। তিনি এখন বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন।  ঘটনার পরিপ্রেক্ষিতে বালুরঘাট থানায় এখনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এই বিষয়ে সুমিত্রা লাহা জানান সোমবার সকালে তাঁর ছোট বউমা প্রতিমা দেবনাথ লাহা তাঁর বাড়িতে এসে জমির ধানের ভাগ চায়। ন্যায্য ভাগ দেওয়ার পরেও ঝগড়া করতে থাকে সে। এরপরই হঠাৎ করে নাকের মধ্যে কামড়ে ছিঁড়ে দেয়। সুস্থ হয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন সুমিত্রা লাহা বলে জানান।

Back to top button