Archive

ওয়েব ডেস্কঃ

ছেলের পরিবারের ওপর হামলা মেয়ের বাড়ির লোকজনের। কুড়ুলের আঘাতে জখম ছেলের জ্যাঠা ও ভাই। তারা কোচবিহার এম জে এন হাসপাতালে ভর্তি।ঘটনা কোচবিহারের শীতলখুচি এলাকার ।আহত জয়দীপ বিশ্বাস ও ছোটন বিশ্বাস। গলায় ও মাথায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। মাস তিনেক আগে এলাকার এক যুবক যুবতী পালিয়ে বিয়ে করে । জানা গেছে গতরাতে ছেলের বাড়ি গিয়ে হামলা করা হয়। বিয়ে মেনে নিতে না পারার জেড়েই এই বিবাদ বলে মনে করা হচ্ছে। শীতলখুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ছেলের পরিবার।

ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত। জানিয়েছেন পুলিশ সুপার সুনীল যাদব।

Back to top button