বিনোদন

একশো কোটির ক্লাবে ‘তানাজি’

১০০ কোটির ক্লাবে পৌঁছে গেলো অজয় দেবগন, কাজল, স‌ইফ অভিনীত ‘তানাজি’।

Bengal Live ওয়েব ডেস্কঃ অজয় দেবগন অভিনীত ‘তানাজি’ মুক্তি পেয়েছিল ১১ই জানুয়ারি। আর ১৫ তারিখেই বক্স অফিস কালেকশনে ১০০ কোটির ক্লাবে পৌঁছে গেলো অজয় দেবগন, কাজল, স‌ইফ অভিনীত এই মুভিটি।

অজয় দেবগন প্রযোজিত এই মুভিটিতে তিনি নিজেই মূখ‍্য চরিত্র সুবেদার তানাজির ভূমিকায় অভিনয় করেছেন। অজয় দেবগন ছবিটিকে ট‍্যাক্স ফ্রি করার জন‍্য আবেদন করেছিলেন। উত্তর প্রদেশের মূখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথ কর মুকুব করে দিয়েছেন। যদি‌ও অ্যাসিড আক্রান্তদের নিয়ে তৈরী করা মেঘনা গুলজার পরিচালিত দীপিকা পাডুকোন অভিনীত ‘ছপাক’ মুভিটির কর মুকুব করেননি।

এক‌ই সাথে মুক্তি পাওয়া দীপিকা পাডুকনের ‘ছপাক’ , যা বক্স অফিস কালেকশনের দিক দিয়ে ‘তানাজির’ থেকে বহু ক্রোশ দূরে। এ মুভিটি মুক্তির পর পেনশন স্কিম চালু করেছে অ্যাসিড অ্যাক্রান্তদের জন‍্য উত্তরাখন্ড সরকার। এছাড়াও রাজস্থান , ছত্তিশগড়, মধ‍্যপ্রদেশে কর মুকুব করেছে। সম্প্রতি জেএন‌ইউ স্টুডেন্টদের পাশে দাঁড়ানোর জন‍্য দীপিকা ঘুরে এসেছিলেন জেএন‌ইউ-তে।

Back to top button