রাশিফল

আজকের রাশিফল, শনিবার,৩১ অক্টোবর

Bengal Live রাশিফলঃ রাশিফলে রাখুন চোখ। আপনার দিন শুভ হোক। 

 

মেষ রাশিঃ আপনার ঘনিষ্ঠ ব্যাক্তিরা আপনার ক্ষতি করতে পারে। তাই তাদের থেকে দূরত্ব বজায় রাখুন।আজ আপনি ঘর বন্ধ হয়ে বই পরতে পারেন।আজ আপনার উপলদ্ধি হবে যে আপনার বন্ধুরা বিপদ ছাড়া আপনাকে মনে করে না।

বৃষ রাশিঃ আজ আপনার জীবনের জটিল সমস্যা গুলো থেকে আপনি নিস্তার পেতে পারেন। আপনার আজ অর্থ আয়ের সুযোগ আছে। যা আপনার জীবনের সমস্যা গুলো দূর করতে পারে৷ প্রেমের দিন হিসেবে আজকের দিনটি ভাল। আজ আপনি বিস্ময়কর খবর পেতে পারেন। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন।

মিথুন রাশিঃ আজনের দিনটা আপনার সুন্দর ভাবে শুরু হবে। আজ আপনার মনোবল বাড়বে। কারো প্রিয় হয়ে উঠবার জন্য কাউকে বেশি আগ্রহ না দেখানোই ভালো। আজ আপরি আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। আজ আপনার সঙ্গীর সঙ্গে আপনার তর্ক-বিতর্ক হতে পারে।

কর্কট রাশিঃ আজ আপনার দিনটি ভালো যাবে। বিনিয়োগ করতে পারেন যে কোনো কিছুতে। আজ আপনি জনপ্রিত হতে পারেন। এবং বিপরীত লিঙ্গের মানুষদের মন সহজে কাড়তে পারেন। আপনার প্রিয় বন্ধুদের কেটে যাওযা স্মৃতি নিয়ে আজ আপনি আনন্দ উপভোগ করবেন। আপনার মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন।

সিংহ রাশিঃ মনের দুঃখ বেদনা ঝেড়ে ফেলুন। যেসমস্ত জিনিস আপনাকে জ্বালাতন করে তাদেরকে দূরে রাখার চেষ্টা করুন। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। প্রকৃতি আজ আপনাকে মুদ্ধ করে। ধার্মিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। প্রকৃত প্রেম সমন্ধে আপনার ধারনা আজ সুস্পষ্ট হবে। আপনার পরিবার আজ আপনার আপনার বিপরীতে যেতে পারেন।

কন্যা রাশিঃ ব্যাক্তিগত সমস্যা মানসিক সুস্থতা ভঙ্গ করতে পারে। তাই নিজেকে বিভিন্ন কাজে ব্যাস্ত রাখুন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবে শ্বশুর বাড়ি থেকে আর্থিক সাহায্য পাওয়ার সুযোগ আছে। আজকের দিনটা আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী হবেন। অবসরের কাজ থেকে দূরে থাকাই ভালো। আপনি ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন।

তুলা রাশিঃ বাচ্চাদের সঙ্গে সময় কাটান। ব্যাক্তিরা আপনাকে আজ টাকা ধার দিয়ে সাহায্য করতে রাজি হবেন। প্রিয়জনেরা আপনাকে আজ আশা দান করবেন। ভালোবাসার দিক দিয়ে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আপনার সঙ্গী আপনাকে ভোলানোর জন্য আজ যা কিছু করতে পারেন।

বৃশ্চিক রাশিঃ নিজের শরীরের যত্ন নিন। বেশিরভাগ সময়টা আরাম করুন। মন ভালো রাখার জন্য যেটুকু করা প্রয়োজন সেটুকু করুন। আজ আপনি আর্থিক সমস্যার মধ্যে পরতে পারেন। আত্নীয়দের সঙ্গে দেখা করবার জন্য আজকের দিনটা বেশ ভালো। প্রেমের বিষয়ে শক্ত হন। ভৃতুসুলভ আচোরন করবেন না। আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে। কিন্তু সে আপনার ভালোবাসার কাছে হেরে গিয়ে আপনার কাছে নত হতে বাধ্য।

ধনু রাশিঃ আপনার জীবনে আজ খুব জটিল থেকে জটিল মুহুভত উপস্থিত হতে পারে। ঘাবরে না গিয়ে সমস্ত কিছুর মোবাবিলা করুন। আপনার জয় নিশ্চিত। সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহন করুন। আপনার প্রেম জীবন বিবাহ জীবনে বদলে যেতে পারে। নিজেকে সময় দিন৷ আপনার ভালোবাসার মানুষটির থেকে আপনি বিশ্ময়কর কিছু উপহার পেতে পারেন।

মকর রাশিঃ আপনি একাকিত্বে ভুগছেন৷ পরিবার ও বন্ধুদের সাথে বেশি সময় কাটান এতে আপনি ভালো থাকবেন। প্রিয় মানুষদের উপহার দেবার খেত্রে আজকের দিনটা শুভ। আপনার সঙ্গীকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। দিনটি আপনার প্রেমের দিক দিয়ে ভালো মনে হচ্ছে। আপনার মনে কোনো লুকোনো কথা থাকলে তা আপনি বলে দিতে পারেন আজ। এতে ইতিবাচক উত্তর পাবেন।

কুম্ভ রাশিঃআজকের দিনটি ভ্রমনের দিন হিসেবে খুবই ভালো। যার কথা আপনাকে অনুপ্রেরণা জোগায় তার সঙ্গে আজ আপনার দেখা হতে পারে। তরুনদের নিয়ে আজ আপনি একটি দল কিংবা সংগঠন তৈরি করতে পারেন। আপনার বন্ধুদের সঙ্গে আজ দেখা করা যেতে পারে। কিন্তু ধুমপান করা থেকে নিজেকে বিরত রাখুন। আজ আপনি আপনার বাড়ির চারিপাশে বাগান করতে পারেন।

মীন রাশিঃ প্রিয় বন্ধুর সার্থপরতা আপনাকে আজ দুঃখ দিতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটা আপনার জন্য ভালো। আজ একা সময় কাটানো থেকে বিরত থাকুন। সেই সময় গুলো পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আপনাকে সাহসী হওয়া খুব দরকার। তৃতীয় কোনো ব্যাক্তি আপনার প্রেমের সম্পর্কে ধুকে আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইবে কিন্তু আপনরা তা সামলে নেবেন।

Related News

Back to top button