আজকের রাশিফল, মঙ্গলবার, ৩ নভেম্বর
Bengal Live রাশিফলঃ রাশিফলে রাখুন চোখ। আপনার দিন সুখের হোক। আজকের রাশিফল। মঙ্গলবার।
মেষ রাশিঃ- ঝামেলা এড়িয়ে চলুন, এটি আপনার শরীরের ক্ষতি করতে পারে। ব্যবসার দিক দিয়ে আজকের দিনটি ভালো। আপনি আজ ব্যবসায় প্রচুর পরিমাণ লাভ করতে পারেন। পরিবারের সদস্যদের সময় দিন। তাদের দুঃখ ভাগ করে নেবার চেষ্টা করুন। আজ আপনার হৃদয় ও মনে প্রেম রাজ করবে। তাই প্রেমের দিন হিসেবে আজকের দিনটি ভালো। আপনি কোনো কাজে গোটাদিন ব্যস্ত থাকলে বিকেলে ছুটি নিয়ে কোথাও বেরাতে যেতে পারেন। এতে আপনার দিনটি আরো সুন্দর হয়ে উঠবে।
বৃষ রাশিঃ– নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। ফাকা সময়ে বাড়ির চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। আপনি সবসময় যেরকম কাজ খুঁজছিলেন আজ ঠিক সেরকম কাজ আপনি পেতে পারেন। প্রেমের দিক দিয়ে আজকের দিনটা খুব বেশি ভালো নয়।
মিথুন রাশিঃ– পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করার ক্ষেত্রে আজকের দিনটি ভালো। আজ আপনার চেনা কোনো মানুষ আপনাকে যেচে ঋণ দিতে পারেন। আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে ঋণ নেওয়ার থেকে দূরে থাকুন। প্রেমের দিক দিয়ে আজকের দিনটা উত্তম। আপনার কল্পনা গুলো আজ বাস্তবে রূপান্তরিত হতে পারে। আজ আপনার জীবনসঙ্গী আপনাকে পৃথিবীর একমাত্র আপনজন বলে মনে করবে।
কর্কট রাশিঃ- যতটা পারবেন চাপ নেওয়া বা চিন্তার থেকে দূরে থাকার চেষ্টা করুন। এটি আপনার শরীরের ওপরে খারাপ প্রভাব ফেলবে। খোলা খাবার খাবেন না। আজ আপনার কিছু নতুন বন্ধু হতে পারে। আজ বিনিয়োগ এগিয়ে চলুন। ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার খারাপ ব্যবহার আপনাদের সম্পর্কে ভাঙন আনতে পারে।আপনার জীবনসঙ্গী আপনার খারাপগুলো আপনাকে বলতে পারে আজ।
সিংহ রাশিঃ– ভালো থাকার জন্য নিজের একগুঁয়েমি দূর করুন। আজ আত্নীয় বাড়ি যাবার থেকে নিজেকে বিরত রাখুন। এতে আত্মীয়ের সঙ্গে আপনার ঝামেলা বাড়তে পারে। ভাবনা কমান, এতে আপনি বেশি ভালো থাকবেন। এই রাশির ছাত্র-ছাত্রীরা আজকের পুরো দিন মোবাইলে নষ্ট করতে পারে। আপনার স্ত্রীর সঙ্গে আজ আপনার তর্ক বিতর্ক হতে পারে।
কন্যা রাশিঃ– আপনার স্ত্রীর সঙ্গে আজ আপনার দিনটি তেমন সুফল নয়। তাই স্ত্রীর সঙ্গে তর্কে না জড়ানোই ভালো। সম্ভব হলে আজ আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন। সিনিয়রের কাছ থেকে আর্থিক পরিচালনার পরামর্শ নিতে পারেন। অন্যদের নজর আকর্ষণ করবার আজ শ্রেষ্ঠ দিন আপনার কাছে। প্রেমে সময় দিন নাহলে প্রেম ভেঙে যেতে পারে।
তুলা রাশিঃ– আজ দিন হিসবে আপনার অতোটা ভালো যাবে না। আপনার অফিসের সহকর্মীদের সঙ্গে আপনার কথা কাটাকাটি হবে এবং এটি আপনার মনখারাপেরও কারণ হতে পারে। পরিবারের সঙ্গে কাটানোর জন্য এটি একটি বিশেষ দিন হতে পারে। আপনার মুখের হাসি অনেকের দুঃখ কমিয়ে দিতে পারে। আজ মনের হতাশা মোছার শ্রেষ্ঠ তর দিন। ফেলে রাখা সমাস্যা গুলো সমাধান করুন। আপনার বিবাহ জীবন নিয়ে আজ আপনার ভালো অভিজ্ঞতা হবে।
বৃশ্চিক রাশিঃ– আপনি কোনো একটা কারণ নিয়ে ভয় পেয়ে আছেন। আজ সেই ভয় থেকে বেরোনোর চেষ্টা করুন। আপনার আপনজনেরা আপনাকে সাহায্য করতে পারে। আজ আপনি বিনিয়োগ করলে লাভবান হবেন। খরচের দিক দিয়ে একটু সামলে। আবেগে গা ভাসিয়ে বেশি অর্থ নষ্ট করবেন না। ভালোবাসার দিন হিসেবে এটি ভালো একটা দিন হতে চলেছে। সম্ভব হলে সেমিনারে অংশ গ্রহন করুন, এটি আপনার জ্ঞান বাড়াবে।
ধনু রাশিঃ– আপনার জীবনের আজকের দিনটি একটু অন্যরকম হতে চলেছে৷ আপনি আজ যাই ভাববেন অবশেষে সমস্ত কিছুই ভুল প্রমাণিত হবে। যে সব জিনিসের দাম দিন দিন বেড়ে যাচ্ছে সেই সব জিনিস কিনে সংরক্ষণ করে রাখার জন্য আজকের দিনটা শ্রেষ্ঠ তম দিন। আজ আপনার চোখে ভালোবাসা একটি অসাধারণ জায়গা দেখাবে।
মকর রাশিঃ– আজ আপনি কোনো সাধুর সঙ্গে দেখা করতে পারেন তার জ্ঞান আপনাকে শান্তি দান করবে৷ মানসিক শান্তির জন্য ধর্মীয় কাজে অংশ গ্রহণ করতে পারেন। এতে আপনার মনে শান্তি আসবে। সঙ্গীর সঙ্গে ঝামালায় জড়াবেন না। এটা আপনাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। আপনার কর্মেক্ষেত্রে আপনি আজ নিজেকে এমন ভাবে তুলে ধরতে পারেন যা আপনাকে একটি বড়ো আসনে নিয়ে যেতে পারে। আজ আপনি অনেকটা সময় পাবেন এই খালি সময়ে আপনি উপলব্ধি করবেন আপনার সঙ্গী সত্যিই আপনাকে কতটা ভালোবাসে।
কুম্ভ রাশিঃ– ভালো সময় কখনো দীর্ঘ হয় না। আপনি সেটা ভালো করে বোঝার চেষ্টা করুন। এবং পরিবারের সঙ্গে ঝামালা করবেন না। আজ আর্থিক দিক দিয়ে আপনার দিনটি ভালো। বিনিয়োগ করতে পারেন ফল ভালো হবে। আপনার খারাপ ব্যবহার অনেককে আঘাত করতে পারে তাই কারো সাথে খারাপ ব্যবহার করার আগে দুবার ভাবুন। আজ আপনি আপনার মনের মানুষ খুঁজে পেতে পারেন। যার ফলে আপনার একাকীত্ব আজ শেষ হতে চলেছে।
মীন রাশিঃ– আজকের দিনটা আপনার ওপর দিয়ে বেশ ধকল পূর্ণ যাবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটা আপনার বেশ ভালো যাবে। আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে আজ কোনো বিতর্কে জড়াবেন না। আপনার প্রেম জীবন আজ বেশ সুখপূর্ণ হবে। আপনার সঙ্গী আজ আপনাকে অদ্ভুত কিছু করে খুশি করে দেবেন।