আজকের রাশিফল, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর
Bengal Live রাশিফলঃ রাশিফলে রাখুন চোখ। আপনার দিন শুভ হোক। আজকের রাশিফল, ২৬ নভেম্বর।
মেষ রাশিঃ- বাড়ি কিংবা অফিসের কাজের চাপ বাড়তে পারে। যা আপনাকে খিটখিটে করে তুলবে। আর্থিক লাভের জন্য কোনো কিছু স্টক করার পেছনে অর্থ ব্যায় করতে পারেন। বিশেষ কিছু ব্যক্তির উপদেশ আপনার অনেক উপকারে লাগবে। সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন। ফাকা সময় এমনি নষ্ট করবেন না।
বৃষ রাশিঃ– আজ আপনি নিজেকে কিছু সৃষ্টিশীল কাজের সঙ্গে নিয়োজিত রাখতে পারেন। অন্যদের ওপর ব্যয় সামান্য কমান। আপনার খিটখিটে স্বভাব অনেকের মন খারাপ করতে পারে। আপনি আজ কোনো প্রিয় বন্ধুকেও হারাতে পারেন। আজ আপনার মধ্যে নতুনকে জানার আগ্রহ জন্মাবে।
মিথুন রাশিঃ– নিজের শরীর ঠিক রাখতে অতিরিক্ত খাবার থেকে দূরত্ব বজায় রাখুন। বন্ধু ও আত্নীয়দের সঙ্গে সুন্দর দিন কাটবে। আজ সময়ে বই পড়তে পারেন। এটি আপনার মন ভালো রাখতে পারে। আপনার সঙ্গী আজ ভালো মেজাজে থাকবে তাকে সাহায্য করুন।
কর্কট রাশিঃ– ভিত্তিহীন কোনো কিছুকে আপনি সামলাবেন। এবং এটি আপনার উদ্বেগের সৃষ্টি করবে। বাড়ির কোনো অনুষ্ঠানের ফলে আপনার আর্থিক চাপের সৃষ্টি হতে পারে। নিজের কাজের প্রতি মনোযোগ দিন। আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। যেটি আপনি আপনার সঙ্গীর সঙ্গে কাটাতে পারেন।
সিংহ রাশিঃ– খাদ্য গ্রহনের সময় সাবধানতা অবলম্বন করুন। আজ আপনি খুব সহজে আর্থিক ভাবে উন্নতি লাভ করবেন। আজ আপনার এমন কিছু উচ্চপদস্থ মানুষের সঙ্গে দেখা হবে; যাদের কথা আপনার বাণীর মতো মনে হবে। আজ আপনার প্রেম জীবনে সামান্য সমস্যা আসতে পারে। সঙ্গীর সঙ্গে বসে সেটার সমাধান করুন।
কন্যা রাশিঃ– ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। নিজের রাগ কন্ট্রোল করতে শিখুন। আপনি যেখানেই বিনিয়োগ করবেন সেখানেই লাভবান হবেন। আপনার রসিক স্বভাব কোনো সভায় আপনাকে বিখ্যাত করে তুলতে পারে। কিছুটা সময় বের করুন এবং যে সমস্ত মানুষের সঙ্গে বহুদিন দেখা হয় না তাদের সঙ্গে দেখা করুন।
তুলা রাশিঃ– শারিরীক উন্নতির জন্য সকালে হাটতে যেতে পারেন। আজ দিনটা আপনার কিছু আর্থিক টানা-পোরনের মধ্যে চলবে। আপনার যদি এমনটা মনে হয় যে বন্ধু-বান্ধবের সঙ্গে সময় কাটানো কোনো সমস্যা নয় তবে এটি আপনার বড়ো সমস্যা হয়ে সামনে আসতে পারে। আপনি সময়ের মূল্য বুঝুন।
বৃশ্চিক রাশিঃ– মন ভালো রাখতে মন পছন্দ ছবি দেখতে পারেন। কোথাও অর্থ লাগানোর আগে কারো পরামর্শ অবশ্যই নিন। নাহলে আর্থিক ক্ষতির মুখে পরতে পারেন। পরিবারের দিকে নজর দিন। আজ আপনি আপনার কথা রাখতে পারবেন না। আপনার সঙ্গী আপনার ওপর রাগ করতে পারে।
ধনু রাশিঃ– বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকুন। কোনো সন্দেহজনক জাগায় টাকা না লাগানোই ভালো। তবে সমস্ত কিছু বিবেচনা করে অর্থ লাগালে লাভের সম্ভাবনা আছে। আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে পিকনিকে যেতে পারেন এবং একটি সুন্দর দিন কাটাতে পারেন। খালি সময় পরিবারের সঙ্গে কাটাতে পারেন।
মকর রাশিঃ– ঘৃণা জিনিসটাকে ছুড়ে ফেলুন। এটি মানুষের খুব ক্ষতি করে। অর্থের সমস্যার জন্য আপনি আজ বিচলিত হতে পারেন। বিশিষ্ট কারো কাছ থেকে পরামর্শ নিন। সঙ্গীর সব হ্যাঁ তে হ্যাঁ মেলানো ভবিষ্যতে আপনাকে সমস্যায় ফেলতে পারে। আজ আপনি আপনার ছোটোবেলার কথা ভেবে আনন্দ পেতে পারেন।
কুম্ভ রাশিঃ– আজ আপনার ব্যবসায় প্রচুর লাভ হবে। এবং আপনি নিজের ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। কিছুটা সময় রেস্ট নিন। আজ আপনার সঙ্গে আপনার সঙ্গীর প্রচুর তর্ক-বিতর্ক হলেও সেটি শেষ মেষ মিটমাট হবে। বাড়ির ছোটোদের সময় দিন। তাদের বুঝুন। তারা আপনাকে মিস করছে নাতো?
মীন রাশিঃ– শরীর ঠিক রাখার জন্য মন ঠিক রাখুন। কারণ মন ভালো থাকলে শরীর এমনিতেই ভালো হয়ে যায়। কোনো বিনিয়োগ করতে হলে আগে বিবেচনা করুন। যে বন্ধুদের সঙ্গে বহুদিন দেখা হয়না আজ আপনি তাদের সঙ্গে দেখা করতে পারেন। এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনার সময় নষ্ট করছে বলে আপনার মনে হয়। আজ আপনার সঙ্গী আপনাকে অসাধারণ কিছু উপহার দেবে।