ইসলামপুর

ইসলামপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে মৃত বাংলাদেশী অনুপ্রবেশকারী

সীমান্তে অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ। একদল বাংলাদেশী ইসলামপুরের বারোঘরিয়া সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় বিএসএফ। বাধা উপেক্ষা করে আক্রমণ হানে অনুপ্রবেশকারীরা। পাল্টা বিএসএফ-গুলি চালালে মৃত্যু হয় এক বাংলাদেশীর।

Bengal Live ইসলামপুরঃ কাঁটাতারের জাল কেটে সীমান্ত পার করার সময় বিএসএফের গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশী নাগরিকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বারোঘরিয়া ১৭১ নম্বর বিএসএফ সীমান্ত চৌকি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে প্রায় ১০/১২ জন কাঁটাতারের জাল কেটে এপারে প্রবেশ করার চেষ্টা করে। বিএসএফের কর্তব্যরত জওয়ানরা অনুপ্রবেশকারীদের বাধা দিলে পালটা ভারতীয় জওয়ানদের উপর আক্রমণ করে অনুপ্রবেশকারীরা। সেই সময়ই সীমান্ত নিরাপত্তা রক্ষী বাহিনী গুলি চালায়। গুলিতে মৃত্যু হয় এক অনুপ্রবেশকারীর। এরপরেই বাকিরা এলাকা ছেড়ে চম্পট দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত অনুপ্রবেশকারীর নাম মহম্মদ সাহাবুল। বাংলাদেশের হরিণমাড়ি গ্রামের বাসিন্দা সে। এদিন বিএসএফ মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। মৃতদেহ ইসলামপুর হাসপাতাল মর্গে আনা হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ইসলামপুর জেলা পুলিশ সুপার শচীন মক্কর বলেন, “গুলিতে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। বিএসএফ-এর তরফে থানায় একটা অভিযোগ দায়ের হয়েছে। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।”

Related News

Back to top button