ইসলামপুর

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও মন্ত্রী দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে মামলা

ওকালতনামায় স্বাক্ষর করতে ইসলামপুর আদালতে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে সরব তিনি৷

 

Bengal Live ইসলামপুরঃ পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালট তৃণমূল কংগ্রেস তুলে নিচ্ছে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

গত ২৫ জানুয়ারি বিজেপি যুব মোর্চার “আর নয় অন্যায়” কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে একটি বিশাল মোটরবাইক র‍্যালি অনুষ্ঠিত হয়। পুলিশের অনুমতি ছাড়াই মোটরবাইক মিছিল করার অভিযোগে ইসলামপুর থানার পুলিশ কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ ৪০০ জন বিজেপি কর্মী সমর্থকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলায় শনিবার সাংসদ সুকান্ত মজুমদার সহ ৯ জন বিজেপি নেতাকর্মী আদালতে হাজির হয়ে আইনজীবীর কাছে ওকালতনামায় স্বাক্ষর করেন।

রায়গঞ্জের সাংসদের সঙ্গে কোকেন কাণ্ডে ধৃত পামেলা গোস্বামীর সেলফি, মন্ত্রী বললেন ষড়যন্ত্র

সেখানেই সাংসদ জানান, পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। পুলিশ বেছে বেছে বিজেপি নেতা, কর্মি, মন্ত্রী, সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করছে। তৃণমূল কংগ্রেস মনে করেছিল পুলিশ দিয়ে বিধানসভা ভোট করাবে। কিন্তু সেই গুড়ে বালি। আগামী ২৫ ফেব্রুয়ারি রাজ্যে ১২৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাচ্ছে। সাংসদের অভিযোগ নির্বাচনের দিন তৃণমূল কংগ্রেস কর্মিরা বাড়িতে বসে দিবা স্বপ্ন দেখবে। তৃণমূল বলছে খেলা হবে। আমরা বলছি, খেলা হবে, পদ্মফুলের মেলাও হবে।

Related News

Back to top button