ইসলামপুর

বোমা ফেটে জখম তিন উত্তর দিনাজপুরে

চাষের জমিতে রাখা ছিল বোমা। সেই বোমা ফেটেই জখম হল তিনজন৷ রবিবার এই ঘটনা ঘটে উত্তর দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায়।

Bengal Live গোয়ালপোখরঃ জমিতে কাজ করতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম ৩ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার মহুয়া গ্রামপঞ্চায়েতের ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী মান্নাবস্তি এলাকায়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। চাষের জমিতে কোথা থেকে বোমা এল তার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার মহুয়া গ্রামপঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মান্নাবস্তির এলাকার বাসিন্দা ভোলা সিংহ, খুশনামা খাতুন, সনজনা বেগম হলুদের জমিতে চাষ করতে যায়। এরইমধ্যে খুশনামা খাতুন ও সনজনা খাতুন ছাগলের জন্য ঘাস তুলতে গেলে ঘাসের ঝোপের মধ্যে লুকিয়ে রাখা কৌটা বোমা বিস্ফোরণ ঘটে।

বোমার আঘাতে গুরুতর জখম হন তিনজন। ভোলা সিংহের হাতে, খুশনামা খাতুনের পায়ে আঘাত লাগে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। কে বা কারা ওই জমিতে বোমা রেখেছে তার খোঁজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

Related News

Back to top button