ইসলামপুর

সামাজিক দূরত্বেও সহানুভূতির টান, চোপড়ায় বিপন্ন মানুষের পাশে পঞ্চায়েত সমিতির সভাপতি

লকডাউন। দেশজুড়ে লকডাউন। যে যেখানে আছে, আটকে পড়েছে সেখানেই। উত্তর দিনাজপুরের চোপড়ায় আটকে পড়েছে মধ্যপ্রদেশের কয়েকটি পরিবার। জীবিকা হারিয়ে চরম বিপাকে তাঁরা। সাহায্যে এগিয়ে এলেন পঞ্চায়েত সমিতির সভাপতি।

Bengal Live চোপড়াঃ সংক্রমণের ভয়। বিশ্ব জুড়ে ভয়ের বিশ্বায়ন। এরই মাঝে সহানুভূতির হাত। ভয় দেখিয়ে করোনা ভাইরাস যতই সামাজিক দূরত্ব তৈরি করুক, মানুষ তবু মানুষের পাশে। তারই প্রমাণ মিলল উত্তর দিনাজপুরের চোপড়ায়।

জীবিকার টানে মধ্যপ্রদেশ থেকে একদল মানুষ এ রাজ্যের চোপড়ায় এসে ঘাঁটি গেঁড়েছিলেন। আচমকা দেশ জুড়ে লকডাউন লাগু হওয়ায় বিপাকে পড়েছেন ওই ভিনরাজ্যের সাগর জেলার পালথন গ্রামের কয়েকটি পরিবার। এই খবর পেয়েই তাঁদের সহযোগিতা করতে এগিয়ে এলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজাহার উদ্দিন। পরিযায়ী মানুষগুলোর হাতে তুলে দিলেন কিছু খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম।

আজাহার উদ্দিন বলেন, “আমি আজকে জানতে পারি যে চোপড়ার ভুইসভিটাতে মধ্যপ্রদেশের কিছু মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। ওরা এখানে লোহালক্করের কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু লকডাউনের কারণে কাজকর্ম না হওয়ায় ওরা বিপদে পড়েছেন। তাঁরা যাতে এই কয়েকটা দিন খাদ্য সঙ্কটে না পড়েন, তাই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাঁদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। হোক না তাঁরা ভিনরাজ্যের। তবু মানুষ তো। রোগ এড়াতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেও এই বিপদের দিনে মানুষকে মানুষের পাশে দাঁড়াতেই হবে।”

Related News

Back to top button