ইসলামপুর

স্ত্রী-কন্যাকে খুন করে মাটিতে পুঁতলো স্বামী, অভিযোগ ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুরে

স্ত্রী ও কন্যাকে নৃশংসভাবে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য উত্তর দিনাজপুরে

Bengal Live ইসলামপুরঃ স্ত্রী ও চল্লিশ দিনের শিশুকন্যাকে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সুজালি গ্রামপঞ্চায়েতের হলুগছ গ্রামে। ক্ষুদ্ধ গ্রামের বাসিন্দারা অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুর দমকলবাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে। পুলিশ সূত্রের খবর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর পুলিশ মর্গে পাঠানো হবে। অভিযুক্ত স্বামী আকবর পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার সুজালি গ্রামপঞ্চায়েতের হলুগছ গ্রামের বাসিন্দা আকবর আলমের সাথে দুবছর আগে বিয়ে হয় নুরজা খাতুনের। সম্প্রতি তাদের একটি কন্যা সন্তানও হয়। অভিযোগ, বুধবার গভীর রাতে আকবর তার স্ত্রী নুরজা খাতুন ও শিশুকন্যা রিজাওয়ানকে খুন করে কবর দিয়ে দেয়।

এই খবর জানাজানি হতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় আকবর আলম। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আকবরের বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর দমকলবাহিনী। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Related News

Back to top button