ইসলামপুর

বড়দিনে গণবিবাহ ইসলামপুরে

বড়দিন বড়ই শুভদিন। অগুন্তি মানুষ ও আগুনকে সাক্ষী রেখে এই দিনেই চার হাত এক হলো ১৭ জোড়া বর-কনের।

Bengal Live ইসলামপুরঃ যীশুর জন্মদিনে চার হাত এক করল ১৭ জোড়া বর-কনে। বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে উত্তর দিনাজপুরের ইসলামপুর সুভাষনগর হাইস্কুল প্রাঙ্গনে গণবিবাহ অনুষ্ঠানে সাক্ষী রইলেন অগুন্তি সাধারণ মানুষ ও নবদম্পতিদের অভিভাবক অভিভাবিকারা।

যীশু খ্রীষ্টের শুভ জন্মদিন উপলক্ষে গণবিবাহের আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ। সতেরো জোড়া পাত্র-পাত্রী এই বিবাহে সামিল হন। ইসলামপুরের সুভাষ নগর জুনিয়র হাই স্কুল মাঠে এই গণবিবাহ অনুষ্ঠিত হচ্ছে। পাত্র এ রাজ্যের হলেও কয়েকজন পাত্রী ভিন রাজ্যের। তাদের সাথেই বিবাহ সম্পন্ন হচ্ছে। এদের মধ্যে সিংহভাগ পাত্রের আর্থিক অবস্থা ভালো না থাকায় তারা এই গণবিবাহ সামিল হয়েছেন। এছাড়াও কয়েকজন অভিভাবকহীন থাকায় তারা এই গণ বিবাহে যোগ দিয়েছেন। পৌষ মাসে সাধারণত বিয়ে না হলেও ভগবান যীশুর জন্মদিনকে বিবাহের জন্য বেছে নিয়েছেন দম্পতিরা।

Related News

Back to top button