ইসলামপুর

শিক্ষক অপহরণের ঘটনায় তোলপাড় ইসলামপুর, তিন ঘন্টার মধ্যেই উদ্ধার

এক শিক্ষককে অপহরণ করার অভিযোগে উত্তাল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর। তদন্তে নেমে তিন ঘন্টার মধ্যেই অপহৃত শিক্ষককে উদ্ধার করে পুলিশ৷

Bengal Live ইসলামপুরঃ এক শিক্ষককে অপহরণ করার অভিযোগে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর। অপহরণের তিন ঘন্টার মধ্যেই অবশ্য ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। অপহরণে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও দুষ্কৃতীরা কেউ ধরা পড়েনি বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় ইসলামপুরের থানা কলোনী এলাকায় ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান ইসলামপুর পুরসভার প্রশাসক তথা বিদায়ী পুরপতি কানাইয়ালাল আগরওয়াল। এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুরের থানা কলোনীর বাসিন্দা ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক শুভজিৎ সরকারকে এদিন সন্ধ্যা ৬.২০ মিঃ নাগাদ কয়েকজন দুষ্কৃতী বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ৷ কানাইয়ালাল আগরওয়াল বলেন, একটি ছোট চার চাকা গাড়ি করে এক শিক্ষককে কয়েকজন দুষ্কৃতী তুলে নিয়ে গিয়েছে। গাড়িটি ইসলামপুর আরটিও এলাকার বলে জানা গেছে।

এদিকে ঘটনার তদন্তে নেমে ইসলামপুরের পুটিয়াবস্তি এলাকা থেকে অপহৃত শিক্ষককে উদ্ধার করে ইসলামপুর থানার পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয় অপহরণে ব্যবহৃত গাড়িটি। যদিও দুষ্কৃতীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ ইসলামপুর পুলিশ সুপার সচীন মক্কার বলেন, অপহৃত শিক্ষককে উদ্ধার করা হয়েছে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে জোড় তল্লাশি শুরু হয়েছে।

Related News

Back to top button