গোয়ালপোখরে বাইক দুর্ঘটায় মৃত দুই, আহত এক
লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর। গুরুতর জখম হয়েছেন ১ জন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ।
Bengal Live ইসলামপুরঃ লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর। গুরুতর জখম হয়েছেন ১ জন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার লালকুড়ি এলাকায় বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে। আহত ব্যাক্তিকে প্রথমে লোধন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
পরে তার অবস্থার অবনতি হলে তাকে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মৃত দুই বাইক আরোহীর নাম মিথুন পাল ও ঋষি পাল। ঘাতক লরি সহ চালক পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ। দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১০ টা নাগাদ গোয়ালপোখরের লোধন থেকে কাজ সেরে একই মোটরবাইকে তিনজন চাপড়া বাখারি এলাকায় নিজেদের বাড়ি ফিরছিল। পথে লালকুড়ি এলাকায় বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরির সাথে তাদের মোটরবাইকের সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক মিথুন পাল ও এক আরোহী ঋষি পালের। গুরুতর জখম অবস্থায় অপর এক আরোহীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে লোধন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ। ঘাতক লরি সহ চালক পলাতক। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।