গণিতে নোবেলের সমতুল্য ‘অ্যাবেল’ পুরস্কার পেলেন লোভাজ-উইগডারসন

ডিসক্রিট ম্যাথমেটিক্স হলো এমন এক গাণিতিক কাঠামো যার মধ্যে ধারাবাহিকতা থাকে না। বরং সেই কাঠামো কিছুটা অগোছালো। ১ সংখ্যার পর ২ না বসে ৮ বসতে পারে। ২ গিয়ে বসতে পারে ৭ -র পাশে গিয়ে।
Bengal Live ডেস্কঃ পুরস্কার মূল্য ৬ কোটি ৩৮ লক্ষ। ‘গণিতের নোবেল’ পেলেন লোভাজ-উইগডারসন। ১৭ মার্চ ডিসক্রিট ম্যাথম্যাটিকস এ অবদানের স্বীকৃতি হিসেবে গণিতের সর্বোচ্চ সন্মান ‘অ্যাবেল’ পুরস্কারের জন্য এই দুই গণিতজ্ঞের নাম ঘোষণা করে নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স এন্ড লেটারস।
এদিন বিশাল সংখ্যার সহজে বিভাজনের পথ আবিষ্কারের জন্য ২০২১ সালের অঙ্কের ‘নোবেল’ পেলেন এই গণিতজ্ঞ দ্বয়।
ডিসক্রিট ম্যাথমেটিক্স হলো এমন এক গাণিতিক কাঠামো যার মধ্যে ধারাবাহিকতা থাকে না। বরং সেই কাঠামো কিছুটা অগোছালো। ১ সংখ্যার পর ২ না বসে ৮ বসতে পারে। ২ গিয়ে বসতে পারে ৭ -র পাশে গিয়ে।
কতটা ছুঁলে যৌনতা ? বোম্বে হাইকোর্টের রায়ের পরে উঠছে এই প্রশ্ন
১৭ মার্চ নরওয়ের ‘অ্যাকাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটার্স’ পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করেছে। পুরস্কার মূল্য হিসেবে নরওয়ের মুদ্রায় ৭৫ লক্ষ ক্রোনার (আমেরিকার মুদ্রায় ৮ লক্ষ ৮৬ হাজার ডলার) নগদ অর্থ এ বছর ভাগ করে নিচ্ছেন লোভাজ ও উইগডারসন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ কোটি ৩৮ লক্ষ টাকা।
১৯৫৬ সালে ইজরায়েলের হাইফায় জন্মগ্রহন করেন উইগডারসন। ইজরায়েল ও আমেরিকায় পড়াশোনা শেষ করে বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি।
অন্যদিকে ১৯৪৮ এ হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করেন লোভাজ। তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ‘ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল ইউনিয়ন’-এর প্রেসিডেন্ট ছিলেন এবং প্রায় ৬ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন ‘হাঙ্গেরিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেস’ এর কার্যকলাপে।
ডিপ্রেশন থেকে মুক্তির পথ, জেনে নিন বিশেষজ্ঞর পরামর্শ
বিজ্ঞানের সমস্ত শাখায় নোবেল দেওয়া হয়ে থাকলেও দেওয়া হয় না গণিতে। এর কারণ হিসেবে একটি যুক্তি হল আলফ্রেড নোবেল বিজ্ঞানের ব্যবহারিক দিকটার প্রতি বেশী গুরুত্ব দিয়েছিলেন বলে এমনটা হয়েছে৷
গণিতে নোবেল না দেওয়ার পেছনে আরও একটি জনপ্রিয় কারণ রয়েছে৷ বলা হয় আলফ্রেড নোবেল এর স্ত্রী এক গণিতবিদের সাথে পালিয়ে গিয়েছিলেন৷ কিন্তু কথাটা পুরোপুরি মিথ্যা। কারণ আলফ্রেড নোবেল অবিবাহিত ছিলেন।
অবশ্য নোবেল কমিটি পরে ১৯৬৯ সালে অর্থনীতি যোগ করে৷ আর সেই কারণে অনেকই আশা করছেন আগামী দিনে ৭ম বিষয় যোগ হতে পারে। সে বিষয়টা কি হবে তা নিয়ে অনেক জল্পনা কল্পনা চললেও মনে করা হচ্ছে সেটা কম্পিউটার সায়েন্স হতে পারে যা কিনা ফলিত গণিতবিদ্যার সঙ্গে সম্পর্কযুক্ত৷