তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সুস্মিতা দেব
অসমেও শুরু তৃণমূল কংগ্রেসের যাত্রা৷ ত্রিপুরার পাশাপাশি এবার সংগঠনে জোড় অসম রাজ্যেও।
Bengal Live ডেস্কঃ গতকালই সনিয়া গান্ধীকে চিঠি দিয়ে কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন করেন অসমের শিলচরের প্রাক্তন সাংসদ। এরপর থেকেই জল্পনা তুঙ্গে ছিল, তবে কী এবার তৃণমূল কংগ্রেসের সাথে দেখা যাবে দীর্ঘদিনের কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবকে? সেই জল্পনাই কার্যত সত্যি হলো৷ সোমবার কলকাতায় অভিষেক ব্যানার্জীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সুস্মিতা দেব।
বাঙালি কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে সুস্মিতা দেব। ২০১৪ সালে শিলচর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের সাংসদ নির্বাচিত হন সুস্মিতা দেব৷ অসম বিধানসভার সদস্যাও ছিলেন তিনি৷ পাশাপাশি তিনি সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতিও ছিলেন। তবে শোনা যাচ্ছিল, বেশ কিছুদিন থেকে কংগ্রেস নেতৃত্বের সাথে দূরত্ব তৈরি হচ্ছিল প্রাক্তন কংগ্রেস নেত্রীর৷ তবে কী কারণে কংগ্রেস ত্যাগ করলেন তিনি? সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷ তবে এদিন সুস্মিতা দেবের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর রাজনৈতিক মহলের ধারণা, সুস্মিতাকে সাথে নিয়েই অসমে বিস্তার লাভ করতে চাইছে তৃণমূল কংগ্রেস।