পোর্টজিন
“শিক্ষক” লিখেছেন লাবনী বসু

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
তোমার হাতে প্রথম শৈশব
যেন ভোরের ধূলিকণা।
তোমার ছায়ায় জ্ঞানের উন্মেষ
নিজেকে যায় যে চেনা।
তুমি যেন কল্পতরু
বিশাল ছায়ার মত।
তোমার আদর্শ পাথেয় করে
বাঁচি অবিরত।
অন্ধকারে তুমি আছো
অচিন আলোর দিশা।
তোমায় ঘিরে বাঁচে জীবন
কাটে অমানিশা।
তুমি শেখাও জ্ঞানের মানে
তুমি দেখাও পথ।
বৃক্ষ থেকে মহীরূহ
গলি থেকে জয়রথ ।
তোমার স্নেহ জড়িয়ে থাকে
জীবনের প্রতি রন্ধ্রে ।
তোমার আশীষ মিশে থাকে
সফলতার অলিন্দে ।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://accounts.binance.com/en/register-person?ref=P9L9FQKY