পোর্টজিন
“করোনার ওষুধ” লিখেছেন সমর আচার্য্য

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
রাস্তায় দেখা সরেসবাবুর সঙ্গে l কেমন আছেন জিজ্ঞাসা করতে —–মাস্ক পরা মুখেই বললেন ——-কেমন আর থাকবো? ঘর বন্দি আর কতদিন থাকা যায়?
কোথায় আর ঘরবন্দি —-এই তো বেড়িয়েছেন,
বলে তপেনবাবু l
এবার মাস্কটা একটু টেনে মুখটা খুলে বলেন
সরেসবাবু———-তা কি করবো মশাই? পেনশন
টাতো তুলতে হবে ? নাহলে খাবো কি ?
তারপর মাস্কটা মুখে পড়ে তপেনবাবুর দিকে একটু সরে এসে বলেন, ——-এই রোগ
কবে যাবে বলুনতো দেশ থেকে ? এর কি কোন
প্রতিকার নেই ?
কি আর প্রতিকার, এরতো কোন ওষুধ বের হয় নি এখনো lতবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে l
বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে l সাবান জলে করোনার জার্ম মারা যায় lঘরে থাকতে হবে, মুখে মাস্ক পরতে হবে, —–আরো কিছু বলতে যাচ্ছিলেন তপেনবাবু l
কথা কেড়ে নিয়ে বলেন সরেসবাবু, —-আচ্ছা
মশাই —-সাবানজলেই যদি করোনা ভাইরাস মরে
তবে করোনা রোগীকে সাবান গোলা জল খাইয়ে দিলেই তো হয় lবলেই সজোরে হেসে
ওঠেন l
তপেনবাবুও হেসে বলেন —–বেশ বেড়ে বলেছেন তো আপনি lপ্রস্তাবটা “হু ” তে পাঠিয়ে
দিলে হয় l
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।