পোর্টজিন
প্রিয়াঙ্কা দত্তের কবিতা “ব্যস্ততা”
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
একটা সময় ব্যস্ততাই ছিল জীবন
সকাল সকাল অফিস দৌড় ছিল
ঝুলন্ত ট্রেনে জায়গা করে নেওয়া ছিল
অচেনা মানুষ গুলোর সাথে বন্ধুত্ব করা ছিল
অফিসের কাজে ডুবে থাকা ছিল
ক্লান্ত শরীরে ফিরেও রাত জাগা গল্প ছিল
প্রতিশ্রুতি ছিল, বিশ্বাস ছিল, ভরসা ছিল
সময়ের তালে হঠাৎ সব ব্যস্ততা গেছে থেমে
জীবনের চলার পথ ঘোরালো মোড়
শেষ হল সকাল সন্ধ্যের ব্যস্ততার দৌড়
আজ চার দেওয়ালের মধ্যেই আটকে থাকা
বন্ধ হয়ে গেছে যেন সব ঘড়ির কাটা
ভীড়ে ঠাসা স্মৃতি নিয়েই আজ বেঁচে থাকা
সারা দিনের হিসেব গুলো আজ আর দেই না তুলে কারও হাতে
সবই যেন আবছা হয় স্মৃতির ঘেরাটোপে
এমন একজন বলে নেই তো কেউ আর
যাকে যায় সব বলা
আছে শুধু ডাইরি আর কলম
যাতে যায় সব লেখা …
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।