এবার NRC ও CAA ইস্যুতে রায়গঞ্জেও একসাথে মিছিল বাম-কংগ্রেসের, পালটা পথে নাগরিক মঞ্চ

রবিবার রাজনৈতিক কর্মসূচিতে উত্তপ্ত হতে চলেছে রায়গঞ্জ। এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে একসঙ্গে পথে নামছে বামফ্রন্ট ও কংগ্রেস। একইদিনে আইনের সমর্থনে শহরে মিছিলের ডাক উত্তর দিনাজপুর সচেতন নাগরিক মঞ্চের।
Bengal Live রায়গঞ্জঃ আগামী ৫ জানুয়ারি রাজনৈতিক কর্মসূচিতে উত্তপ্ত হতে চলেছে রায়গঞ্জ। NRC ও CAA -এর বিরুদ্ধে জোট মিছিলের ডাক বাম ও কংগ্রেসের। একই সাথে ওইদিন NRC ও CAA -এর সমর্থনে মিছিল করতে চলেছে উত্তর দিনাজপুর সচেতন নাগরিক মঞ্চ।
কংগ্রেস সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি বেলা ১টা নাগাদ শিলিগুড়ি মোড় থেকে শুরু হবে মিছিল। বাম ও কংগ্রেসের ডাকে এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে মিছিল শহর পরিক্রমা করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর সামনে গিয়ে শেষ হবে। সেখানেই প্রতিবাদ সভারও আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা কংগ্রেস নেতা পবিত্র চন্দ। মিছিল অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই দুই দলের সমস্ত শাখা সংগঠনকে আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে।
সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, NRC,NPR ও CAA এর বিরোধীতায় রবিবার একজোট হয়ে পথে নামছে বাম-কংগ্রেস। পাশাপাশি মিছিল থেকে বিভিন্ন ট্রেড ইউনিয়ন গুলির ডাকা ধর্মঘটের প্রচারও করা হবে।
এদিকে একইদিনে NRC ও CAA- এর সমর্থনে রায়গঞ্জে মিছিল করবে উত্তর দিনাজপুর সচেতন নাগরিক মঞ্চ। রেলওয়ে ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করবে। সাধারণ বাসিন্দাদের পাশাপাশি রায়গঞ্জের নাগরিক হিসেবে বিজেপি নেতৃত্বও সেই মিছিলে উপস্থিত থাকবে বলে জানা গিয়েছে।