তিন ছাগল চোরকে গণপিটুনি ইটাহারে, পোড়ানো হলো মোটর বাইক

চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে পাকড়াও তিন ছাগল চোর। গণপিটুনির পাশাপাশি দুষ্কৃতীদের মোটর বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত গ্রামবাসীরা।
Bengal Live ইটাহারঃ ছাগল চুরি করতে এসে গ্রামবাসীদের হাতে গণপিটুনি খেল ৩ যুবক। পুড়িয়ে দেওয়া হল তাদের একটি মোটরবাইক। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার হাতিয়া গ্রামে। ঘটনাস্থলে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত বাসিন্দাদের হাত থেকে আহত তিন যুবককে উদ্ধার করে পুলিশ। তাদের চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার হাতিয়া এলাকায় একটি মাঠে কিছু ছাগল চড়ছিল। এদিন বিকেল নাগাদ একটি মোটরবাইকে চেপে ৩ যুবক এসে ছাগল চুরি করার চেষ্টা করে। সেই সময় তাদের হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা। উত্তেজিত বাসিন্দারা তাদের ঘিরে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী। উত্তেজিত বাসিন্দাদের হাত থেকে তিন দুষ্কৃতীকে উদ্ধার করে পুলিশ।