রায়গঞ্জ

ইটাহারে অমল আচার্যকে প্রার্থী না করায় ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কর্মীরা

জেলায় জেলায় বিক্ষোভ। প্রার্থী তালিকা প্রকাশ পেতেই রাজ্যজুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ। উত্তর দিনাজপুর জেলাতেও সেই আঁচ এসে পৌঁছল।

 

Bengal Live ইটাহারঃ দুবারের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্যকে এবারে আর ইটাহারে প্রার্থী করেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেতা অমল আচার্যের অনুগামীরা ইটাহারে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন সন্ধ্যায়।

তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ইটাহারে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় কলকাতা -শিলিগুড়ি জাতীয় সড়ক যোগাযোগ।
শুক্রবার দুপুরে রাজ্য বিধানসভার ২৯৪ টি আসনের মধ্যে ২৯১ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আশ্চর্যজনক ভাবে এবারে টিকিট পাননি ইটাহার বিধানসভা কেন্দ্রের দশ বছরের বিধায়ক অমল আচার্য।

এই কেন্দ্রে এবার প্রার্থী করা হয় জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মোসারফ হোসেনকে। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা বিধায়ক অমল আচার্যের অনুগামীরা। ক্ষুদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা ইটাহারে চৌরাস্তায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। মিনিট কুড়ি পরে বলেন ধায়কের নির্দেশে অনুরোধে তুলে নেন কর্মীরা।

বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না মোসারফ হোসেনকে বদল করে পুনরায় অমল আচার্যকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে ততক্ষণ এই পথ অবরোধ কর্মসূচি চলবে।

Related News

Back to top button