রায়গঞ্জ

করোনা আবহে ১১ মাস পর স্কুল, বনধের মাঝেও পড়ুয়ারা হাজির ক্লাসের উল্লাসে

১১ মাস পর খুলল স্কুল। বনধের মধ্যেও পড়ুয়াদের উপস্থিতির হারে খুশি শিক্ষকরা। করোনা সতর্কতা মেনেই স্কুল খোলা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

 

Bengal Live রায়গঞ্জঃ ১১ মাস পর খুলে গেল স্কুল। বনধের মধ্যেও পড়ুয়াদের ভিড় লক্ষ্য করা গেল রায়গঞ্জের বিভিন্ন স্কুলে। ঘরবন্দী ছাত্রজীবনে যেন মুক্তির স্বাদ পড়ুয়াদের। এমন ছবিই দেখা গেল উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের করোনেশন হাইস্কুলে। করোনা সতর্কতা বিধি মেনে স্কুল খোলা রেখেছেন এবং পঠন পাঠন হচ্ছে বলে জানিয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুল কর্তৃপক্ষ। বনধ সমর্থনকারীরা স্কুল বন্ধ রাখার আবেদন করলেও শেষ মুহূর্তে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার আগে থেকে বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলি। মাধ্যমিকের পর স্কুল খোলার কথা থাকলেও আচমকাই বিশ্বজুড়ে থাবা বসায় করোনা । এরপর ২০২০ সালের মার্চ মাস থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে বন্ধ হয়ে যায় স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ১১ মাস বাদে শুক্রবার নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর।

রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের একাদশ শ্রেনীর ছাত্রী ঈশা চৌধুরী জানায়, ক’দিন ধরে খুবই উত্তেজিত ছিলাম যে আমাদের স্কুল খুলছে, আবার আমরা স্কুলে এসে পড়াশুনা করব ! বনধ সমর্থনকারীদের কারনে একটু সমস্যা দেখা দিয়েছিল কিন্তু স্কুল কর্তৃপক্ষ স্কুল চালু করায় খুবই ভালো লাগছে।

পাপড়ি মজুমদার নামে এক অভিভাবিকা জানালেন, দীর্ঘ ১১ মাস পর স্কুল চালু হওয়ায় আমরা খুবই আনন্দিত। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভাশীষ বসাক জানিয়েছেন, সমস্তরকম করোনা সতর্কতা বিধি মেনে স্কুল স্যানিটাইজড করে আজ থেকে স্কুল চালু করে দেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে সেকশন ভাগ করে পঠন-পাঠন চালু করা হয়েছে। প্রতিটি বেঞ্চে দুজন করে পড়ুয়া বসানোর ব্যবস্থা করে পঠনপাঠন চালু করা হল।

Related News

Back to top button