দাবি সমর্থন না করলে উত্তরবঙ্গে পৃথক ভাবে নির্বাচনে লড়বে ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ

এদিন সাংবাদিক সম্মেলন করে একযোগে একাধিক দাবি তুলেছেন কেপিপি, ভূমিপুত্র রক্ষা কমিটি, নস্যশেখ যুব পরিষদ, রাজবংশী একতা মঞ্চ ও মূল নিবাসী সুরক্ষা কমিটির যৌথ মঞ্চ।
Bengal Live রায়গঞ্জঃ ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ নামে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি, ভূমিপুত্র রক্ষা কমিটি, নস্যশেখ যুব পরিষদ, রাজবংশী একতা মঞ্চ ও মূল নিবাসী সুরক্ষা কমিটি একজোট হয়ে নয়া মঞ্চ গঠন করল। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করলেন পাঁচ সংগঠনের নেতৃত্ব। নতুন মঞ্চের ঘোষণার পাশাপাশি এদিন উত্তরবঙ্গের পিছিয়ে পড়া স্থায়ী ও আদি বাসিন্দাদের উন্নয়নের জন্য একাধিক দাবিও তোলা হল মঞ্চের পক্ষ থেকে।
এদিন কেপিপির সভাপতি তথা মঞ্চের আহ্বায়ক অতুল রায়, নস্যশেখ যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা মঞ্চের অপর আহ্বায়ক মহম্মদ সারওয়ারদি, মঞ্চের কোঅর্ডিনেটর রূপক রায় যৌথ সাংবাদিক বৈঠক করে বলেন, উত্তরবঙ্গের স্থায়ী ও আদি বাসিন্দাদের উন্নয়নের দাবি জোড়ালো করতে সবকটি সংগঠন একত্রিত হয়ে পৃথক একটি মঞ্চ গড়ে তোলা হয়েছে।
কামতাপুরি ভাষায় পঠনপাঠন চালু, কামতাপুরি ভাষার কেন্দ্রীয় শিলমোহর, ভূমিপুত্রদের রক্ষাকবচ প্রদান, আদি ও স্থায়ী মানুষদের জমির সুরক্ষা, ভাষার সুরক্ষা, ভারতীয় সেনায় নারায়ণী রেজিমেন্ট গঠন, জলপাইগুড়িতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জে এইমস টাইপ সুপার স্পেশালিটি হাসপাতাল সহ একাধিক দাবি এদিন তোলা হয়েছে মঞ্চের পক্ষ থেকে। মঞ্চের দুই আহ্বায়ক অতুল রায় ও মহম্মদ সারওয়ারদি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে মঞ্চের এই সকল দাবি যেই রাজনৈতিক দল সমর্থন করবে, মঞ্চও সেই রাজনৈতিক দলকে নির্বাচনে সমর্থন করবে। যদি কোনও রাজনৈতিক দল তাঁদের দাবি সমর্থন না করে সেই ক্ষেত্রে মঞ্চ উত্তরবঙ্গে সবকটি আসনে প্রার্থী দেবে।