ভোটের মুখে তৈরি হল বিজেপির উত্তর দিনাজপুর টিচার্স সেল

তৃণমূল নেত্রীর সভার আগেই রায়গঞ্জে প্রথম সভা করল বিজেপির শিক্ষক সংগঠন। বাম আমলের থেকেও খারাপ পরিস্থিতি হয়েছে শিক্ষকদের। জানালেন গেরুয়া শিক্ষক সংগঠনের রাজ্য কনভেনার।
Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুরে আত্মপ্রকাশ ঘটল বিজেপির শিক্ষক সংগঠনের। গঠিত হল উত্তর দিনাজপুর জেলা বিজেপির টিচার্স সেল। বিজেপির এই টিচার্স সেলের প্রথম জেলা কার্যকরী সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে অবস্থিত রোটারি ভবনে। উত্তর দিনাজপুর বিজেপি টিচার্স সেলের প্রথম জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, বিজেপির টিচার্স সেলের রাজ্য আহ্বায়ক কৌশিক বাগচি সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের শুভ সূচনা করেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।
বিজেপির টিচার্স সেলের রাজ্য কনভেনার কৌশিক বাগচি জানিয়েছেন, প্রায় ২৫০ জন শিক্ষক বিজেপির এই টিচার্স সেলে নাম লিখিয়েছেন। উত্তর দিনাজপুর জেলায় এই প্রথম বিজেপির টিচার্স সেলের সম্মেলন অনুষ্ঠিত হল। চোপড়া থেকে ইটাহার সবকটি ব্লকের শিক্ষকেরা এদিনের সম্মেলনে যোগদান করেছেন। বর্তমান রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে যে চরম নৈরাজ্য সৃষ্টি করেছে তা থেকে মুক্তি পেতে শিক্ষকেরা বিজেপির টিচার্স সেলে যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন কৌশিক বাবু। তিনি আরও বলেন, বর্তমানের তৃণমূল শাসিত সরকার, শিক্ষকদের অবস্থা পূর্বতন বামফ্রন্ট সরকারের থেকেও খারাপ করে দিয়েছে।