রাজ্য

দিনহাটা উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি ফরওয়ার্ড ব্লক ও বিজেপির

নির্বাচনের দিন ঘোষণা হতেই সর্বদলীয় বৈঠকের আয়োজন কোচবিহার জেলা প্রশাসনের।

 

Bengal Live কোচবিহারঃ দিনহাটা উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব ফরওয়ার্ড ব্লক। বুধবার কোচবিহারের ল্যান্সডাউন হলে দলের জেলা কমিটির সভাপতি দীপক সরকার বলেন তারা চান এই উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকুক।এদিন সর্বদলীয় বৈঠকে বিজেপি নেতৃতেও একই দাবিতে সরব হয়েছেন। যদিও রাজ্য পুলিশে আস্থা রয়েছে বলেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে।

দিনহাটা বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা হতেই তোড়জোড় শুরু কোচবিহারে৷ সমস্ত রাজনৈতিক দল গুলির সাথে সর্বদলীয় বৈঠক করল জেলা প্রশাসন। এদিন কোচবিহার ল্যান্সডাউন হলে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান ও পুলিশ সুপার সুমিত কুমার এই বৈঠকে উপস্থিত ছিলেন৷ প্রশাসন কীভাবে নির্বাচন পরিচালনা করবে তা নিয়ে এদিন সব পক্ষের সাথে আলোচনা করেন আধিকারিকরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দিনহাটা বিধানসভা কেন্দ্রে ৩০ অক্টোবর উপনির্বাচন। ২ নভেম্বর হবে ফলাফল ঘোষণা৷ ৩১৬ বুথে হবে নির্বাচন৷ এই কেন্দ্রের মোট ভোটার ২৯৮০৫২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫৩৯১৫ জন এবং মহিলা ১৪৪১৩৭ জন৷

প্রসঙ্গত, দিনহাটা বিধানসভা কেন্দ্রতে নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক৷ ৫৭ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ পরাজিত হন। এদিকে নির্বাচনে জয় লাভ করলেও বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করেননি নিশীথ প্রামাণিক। ফলে এই কেন্দ্রে ফের উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে নির্বাচনের কমিশনের পক্ষ থেকে৷

Related News

Back to top button