রায়গঞ্জ

রাজ্যে প্রথম জেলা পরিষদ দখল বিজেপির, বড় ধাক্কা তৃণমূলে

Bengal Live ওয়েব ডেস্কঃ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের। রাজ্য প্রথম কোনও জেলা পরিষদ দখলের মুখে বিজেপি। সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মোট ১৮ সদস্যের মধ্যে ১০ জন সদস্য ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা হাতে তুলে নেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে আরও চারজন সদস্য এদিন দিল্লিতে পৌঁছতে পারেন নি। কিন্তু তাঁরাও এদিন যোগ দিয়েছেন বিজেপিতে। বিজেপি নেতা মুকুল রায়, দিলীপ ঘোষ ও কৈলাশ বিজয়বর্গী এদিন সাংবাদিক বৈঠকে জানান, জেলা পরিষদের সভাধিপতি সহ ১৪ সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় রাজ্য প্রথম দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখল করল বিজেপি।

এর আগেই বিজেপির শীর্ষ নেতৃত্ব সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, সাত দফায় রাজ্য যোগদান পর্ব চলবে। এদিনও যোগ দানে পর্বে কৈলাশ বিজয়বর্গী বলেন, আজকের যোগদান কর্মসূচি প্রথম দফারই অংশ।

এদিকে এদিনই দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা বালুরঘাটের প্রাক্তন বিধায়ক বিপ্লব মিত্র যোগ দেন বিজেপিতে। লোকসভা নির্বাচনের ফলাফলে দক্ষিণ দিনাজপুর জেলায় মুখথুবড়ে পড়ে তৃণমূল কংগ্রেস। টিএমসি প্রার্থী অর্পিতা ঘোষকে পরাজিত করে বালুরঘাট লোকসভা আসনে জয় লাভ করে বিজেপির সুকান্ত মজুমদার। এরপরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি পদ থেকে বিপ্লব মিত্রকে অপসারিত করে অর্পিতা ঘোষকে দলের দায়িত্ব দেন। এরপর থেকেই বিপ্লব বাবুর দলত্যাগ করার বিষয়টি নিয়ে জেলা জুড়ে গুঞ্জন শুরু হয়। সেই জল্পনার অবসান ঘটিয়ে এদিন তিনিও বিজেপির পতাকা হাতে তুলে নেন।

এদিকে আলিপুরদুয়ার জেলার কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রামারিও এদিন দলত্যাগ করেন। কৈলাশ বিজয়বর্গী, মুকুল রায় ও দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি। উল্লেখ্য, গোর্খা জনমুক্তি মোর্চা ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিধায়ক উইলসন চম্প্রামারি। এদিন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিনি। বিজেপি সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আরও কয়েকজন বড় মাপের তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেবেন।

Related News

Back to top button