রায়গঞ্জ

রায়গঞ্জে বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ

বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনার সাথে যুক্ত কারা?

 

Bengal Live রায়গঞ্জঃ বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের অশোকপল্লিতে। আতঙ্কিত ওই মহিলা বিজেপি কর্মীর অভিযোগ, বাড়ি লক্ষ্য করে কেউ বা কারা ইট পাটকেল ছোঁড়ার পাশাপাশি বাড়ির সামনে আগুন লাগিয়ে দিয়েছে। তবে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত সেই বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

জানা গেছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন জয়শ্রী চক্রবর্তী। বুধবার ব্রিগেড সমাবেশকে সামনে রেখে একটি বৈঠকে যোগ দিয়ে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন তিনি। জয়শ্রী চক্রবর্তী জানান, ফিরতেই দেখি বাড়ির সামনে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে এবং ইট পাটকেল ছুড়েছে। তবে কারা এই ঘটনার সাথে যুক্ত সেই বিষয়ে কিছু জানাতে পারেননি জয়শ্রী চক্রবর্তী৷ তাঁর ধারণা, তৃণমূল কংগ্রেস ছাড়ার আক্রোশ থেকেও এই ঘটনা ঘটতে পারে।

এই বিষয়ে বিজেপি উত্তর শহর মন্ডল সভাপতি অভিজিৎ যোশীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের বেতা। তৃণমূল কংগ্রেস এই ধরণের কাজ করে না বলে মন্তব্য করেছেন শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিয়তোষ মুখার্জী।

Related News

Back to top button