রায়গঞ্জে ব্যবসায়ী উপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও, উদ্ধার আগ্নেয়াস্ত্র

রায়গঞ্জের ওষুধ ব্যবসায়ীকে গুলি ও ছিনতাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় সাতজন দুষ্কৃতীকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হল দু’টি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, একটি মোটরবাইক ও ছিনতাই হওয়া ২৬ হাজার টাকা।
Bengal Live রায়গঞ্জঃ ওষুধ ব্যবসায়ীর উপর দুষ্কৃতী হামলা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও ছিনতাই হওয়া টাকার একাংশও উদ্ধার হয়েছে দুষ্কৃতীদের থেকে। রবিবার রায়গঞ্জ থানায় পুলিশ সুপার সহ রায়গঞ্জ জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত হয়ে একথা জানান।
রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ঘটনার তদন্ত প্রায় শেষের পথে। এই হামলার ঘটনার সাথে বিভিন্ন রকম কাজে জড়িত রয়েছে অনেকে। সাতজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দু’টি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু কার্তুজ মোবাইল ফোন ও একটি মোটর বাইক উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
সরস্বতী পূজার সন্ধ্যায় পেশায় ওষুধ ব্যবসায়ী সুশান্ত সরকার করণদিঘি থেকে রায়গঞ্জের দিকে ফিরছিলেন। অভিযোগ, নাগরের ভাঙাবাড়ি এলাকায় কিছু দুষ্কৃতী সুশান্ত বাবুর মোটর বাইক আটকে গুলি চালায় এবং তাঁর সঙ্গে থাকা টাকা ছিনতাই করে চম্পট দেয়। এই ঘটনার পরেই রায়গঞ্জ থানার পুলিশ দ্রুত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে। তদন্ত যতই এগিয়েছে এক এক করর সাতজন দুষ্কৃতী পুলিশের জালে ধরা পড়ে।
ঘটনার মূল পান্ডা খালেক গ্রেপ্তার হওয়ার পর নাগরের ভাঙাবাড়ি এলাকায় রায়গঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনার পুনর্নির্মাণ করে। এরপরেই আলম সহ আরও বেশ কয়েকজন দুষ্কৃতীর নাম উঠে আসে পুলিশের তদন্তে। শনিবার রাতে আলম সহ আরও তিন দুষ্কৃতীকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।