রায়গঞ্জের বন্দর এলাকায় কুলিকে ভেসে উঠল কিশোরের দেহ

শনিবার সন্ধ্যায় কুলিকে ভেসে উঠল নিখোঁজ কিশোরের দেহ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
Bengal Live রায়গঞ্জঃ শনিবার সন্ধ্যায় বন্দর শ্মশান ঘাট এলাকায় কুলিক নদীতে ভেসে ওঠে এক কিশোরের মৃতদেহ। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জল থেকে মৃতদেহ উদ্ধারের পর জানা গেল, শুক্রবার সুভাষগঞ্জে রেলসেতু থেকে কুলিকে পড়ে গিয়ে তলিয়ে গিয়েছিল যে কিশোর, এদিন সন্ধ্যায় উদ্ধার হওয়া দেহটি তারই। মৃত রাজু পাশমানের পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকেলে সুভাষগঞ্জের কুলিক ব্রীজ থেকে নদীতে পরে যায় এক কিশোর৷ এরপরেই বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছায়৷ ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়৷ কিন্তু নিখোঁজ কিশোরের কোনও খোঁজ মেলেনি। শনিবার সকাল থেকে ফের কুলিক নদীতে তল্লাশি শুরু হয়। এরপর এদিন সন্ধ্যায় বন্দর শ্মশান ঘাট লাগোয়া এলাকায় ওই কিশোরের মৃতদেহ ভেসে ওঠে।
রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর বরুন ব্যানার্জী বলেন, শুক্রবার থেকে কুলিকে ডুবুরি নামিয়ে রাজু পাসমানের খোঁজ চালানো হচ্ছিল। শেষে এদিন সন্ধ্যায় মৃতদেহ নদীতে ভেসে ওঠে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে। শক্তিনগর এলাকায় কিশোরের অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে।