দেওয়াল লিখে বিজেপির প্রচার শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী

বিধানসভা নির্বচনের পারদ ক্রমশ চড়ছে। প্রার্থী ঘোষণা হওয়ার আগেই দেওয়াল লিখন কর্মসূচি শুরু বিজেপির।
Bengal Live রায়গঞ্জঃ “আর নয় অন্যায়”, “আর নেই দরকার কাটমানির সরকার” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিজেপির প্রতি বুথে পাঁচটি করে দেওয়াল লিখন কর্মসূচির উদ্বোধন করলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। বৃহস্পতিবার রায়গঞ্জের মিলনপাড়ায় নিজে হাতে বিজেপির প্রতীক পদ্মফুল এঁকে দেওয়াল লিখনের উদ্বোধন করেন তিনি।
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তৈরি হয়নি কোনও প্রার্থী তালিকা। জোড় কদমে চলছে শিবির বদল। তবে এইসবের মাঝে কোনও মতেই পিছিয়ে থাকতে রাজী নয় বিজেপি। তাই রায়গঞ্জ বিধানসভা এলাকার প্রতিটি বুথে পাঁচটি করে দেওয়াল লিখন কর্মসূচির উদ্বোধন করে নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন রায়গঞ্জের সাংসদ মন্ত্রী দেবশ্রী চৌধুরী। দেওয়ালে পদ্মফুল প্রতীক চিহ্ন এঁকে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানালেন তিনি।
বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি দেওয়াল লিখনে গুরুত্ব পাচ্ছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে “আর নয় অন্যায় ” ও আর নেই দরকার কাটমানির সরকার”” এই স্লোগানের।
দেবশ্রী চৌধুরী বলেন, দলের গ্রহণ করা কার্যক্রম অনুযায়ী আজ রায়গঞ্জ শহরের মিলনপাড়ায় বিধানসভা নির্বাচনের দেওয়াল লিখন কর্মসূচির উদ্বোধন করা হল। প্রার্থী ঠিক না হলেও পদ্মফুল প্রতীকেই প্রার্থীরা বিধানসভা নির্বাচনে লড়াই করবেন।