রায়গঞ্জ

করোনা সচেতনতায় রায়গঞ্জের রাস্তায় নামল গব্বর

করোনা সচেতনতায় রায়গঞ্জের রাস্তায় নামল “শোলে”র গব্বর সিং। রুপোলী পর্দার এই ভিলেন চরিত্রকে সামনে রেখেই করোনা নিয়ে সাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পথনাটিকার আয়োজন করল রায়গঞ্জ জেলা পুলিশ।

Bengal Live রায়গঞ্জঃ করোনা সচেতনতায় রায়গঞ্জের রাস্তায় নামল ” শোলে”র গব্বর সিং। পর্দার এই ভিলেন চরিত্রকে সামনে রেখেই করোনা নিয়ে সাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পথনাটিকার আয়োজন করল রায়গঞ্জ জেলা পুলিশ। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সহযোগিতায় এদিন দেবীনগর ত্রিবেণী নাট্য সংস্থা শহরজুড়ে বিভিন্ন জায়গায় করোনা সচেতনতায় পথনাটিকা মঞ্চস্থ করে।

ত্রিবেণী নাট্য সংস্থা ও উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সদস্য রূপক ঘোষ জানান, মোট চারটি চরিত্র নিয়ে পথ নাটকটি রচনা করা হয়েছে। রায়গঞ্জ জেলা পুলিশের আয়োজনে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সহযোগিতায় ত্রিবেণী নাট্য সংস্থা রায়গঞ্জ পুরসভার সামনে, বিদ্রোহী মোড়ে, মোহনবাটি ও দেবীনগর বাজার এলাকায় এই নাটক প্রদর্শন করে। পথনাটকের মাধ্যমে মূলত করোনা মোকাবিলায় লকডাউনের গুরুত্ব, মাস্কের ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। করোনা রোধে সাধারণের ভূমিকা কী হওয়া উচিৎ সেই বার্তাও দিয়েছে পথনাটকের অন্যতম চরিত্র গব্বর।

Related News

Back to top button