রায়গঞ্জ

জোর ধাক্কা তৃণমূল কংগ্রেসে, ইটাহারে পদত্যাগ অমল আচার্য ঘনিষ্ঠ একাধিক নেতার

বড়সড় ধাক্কা ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসে। পদত্যাগ করলেন অমল আচার্য ঘনিষ্ঠ একাধিক নেতানেত্রী। তবে কি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন বিদায়ী বিধায়ক অমল আচার্য? নাকি নির্দল প্রার্থী হয়ে লড়াই করবেন বিধানসভা ভোটে? জল্পনা ক্রমশ বাড়ছে।

 

Bengal Live ইটাহারঃ বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা লাগল ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসে৷ প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে পদত্যাগ করলেন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের একগুচ্ছ নেতানেত্রী৷ সোমবার বিকেলে বিদায়ী বিধায়ক অমল আচার্যকে সাথে নিয়ে বৈঠকে বসেন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেখানেই পদত্যাগ করেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, যুব তৃণমূল কংগ্রেস ও ছাত্র নেতারা।

প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই অমল আচার্য অনুগামীদের মধ্যে ক্ষোভ প্রকাশ্যে আসে৷ মোশারফ হোসেনকে প্রার্থী হিসেবে মানা হবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয় ব্লক নেতৃত্বের পক্ষ থেকে৷ এরপরেই দলের কাছে সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার জন্য আবেদন জানানো হয়৷ এদিকে ক্ষোভ বিক্ষোভের মাঝেই কর্মীদের একাংশকে নিয়ে প্রচার শুরু করে দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন।

সোমবার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ইটাহার হাইস্কুল মাঠে এক বৈঠকের আয়োজন করা হয়৷ সেখানেই সমস্ত দিক বিবেচনা করে ব্লক নেতৃত্বের সকলে একে একে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। তবে তাঁদের তৃণমূল কংগ্রেস ছাড়ার এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

ব্লক নেতৃত্বের দাবি, সব দিক থেকে যোগ্য হওয়ার পরেও প্রার্থী করা হয়নি অমল আচার্যকে। এই নিয়ে ব্লক নেতৃত্বের ক্ষোভের কথা জানানো হয় রাজ্যকে। কিন্তু কোনও সদর্থক বার্তা না আসায় সকলে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে ব্লক নেতৃত্বের যদি কোনও গুরুত্বই না থাকে তবে পদে থেকে কী লাভ, প্রশ্ন তোলেন নেতৃত্বরা। তবে পদ ছাড়ার পাশাপাশি দলও ছাড়বেন কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি৷

Related News

Back to top button