রায়গঞ্জ

কোয়ারান্টিনে পাঠানো হল কলকাতা ফেরত পাঁচ যুবককে, লকডাউন অমান্য করার ফল

লকডাউন অমান্য করে ঘরে ফিরছিলেন কলকাতা পুলিশের পাঁচ কর্মী। রাস্তায় আটক করে তাঁদের ১৪ দিনের কোয়ারান্টিনে পাঠালো ইটাহার থানার পুলিশ ও ব্লক স্বাস্থ্য দপ্তর।

Bengal Live রায়গঞ্জঃ লকডাউন অমান্য করলে নিস্তার নেই পুলিশেরও। শুক্রবার তেমনই ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের ইটাহারে। লকডাউনকে উপেক্ষা করেই কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন কলকাতা পুলিশের একজন কনস্টেবল ও চারজন হোমগার্ড। ইটাহার থানার পুলিশের নজরে আসতেই তাঁদের পত্রপাঠ পাঠিয়ে দেওয়া হল কোয়ারান্টিন সেন্টারে।

গোটা উত্তর দিনাজপুর জেলা এখনও পর্যন্ত করোনামুক্ত রয়েছে। এ পর্যন্ত যাঁদের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে বহিরাগত কেউ জেলায় ঢুকে যাতে করোনা সংক্রমণ ছড়াতে না পারে তার জন্য সদা সতর্ক রয়েছে প্রশাসন। জেলার প্রতিটি সীমান্ত এলাকায় রয়েছে কড়া নজরদারি। শুক্রবার সকালে এরকমই নজরদারি চালাতে গিয়ে আটক করে পাঁচ যুবকের একটি দলকে। জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাঁদের একজন কলকাতা পুলিশের কনস্টেবল ও বাকি চারজন হোমগার্ড পদে কর্মরত। কোনও ভাবে ছুটি ম্যানেজ করে লকডাউনের মধ্যেই তাঁরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাঁরা এই জেলারই বাসিন্দা। কিন্তু লকডাউনের আইনি প্যাঁচে ও করোনা সতর্কতার জেরে তাঁদের আর সরাসরি বাড়ি যাওয়া হল না।

ইটাহার থানার পুলিশ তাঁদের প্রথমে নিয়ে যায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার পর পাঠিয়ে দেওয়া হয় কোয়ারান্টিন সেন্টারে। করোনা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থার জন্য আপাতত ১৪ দিন তাঁদের থাকতে হবে কোয়ারান্টিন সেন্টারেই।

Related News

Back to top button