রায়গঞ্জ

লকডাউন সুনিশ্চিত করতে ফের কড়া শাসন পুলিশের, ইটাহারে ধরপাকড় ও লাঠিপেটা

ইটাহারে ফের কড়া হাতে পুলিশের শাসন। লকডাউন ভঙ্গকারীদের লাঠিপেটা। গ্রেপ্তার একাধিক। বেশ কয়েকটি মোটরবাইকও আটক করেছে ইটাহার থানার পুলিশ।

Bengal Live রায়গঞ্জঃ লকডাউন সুনিশ্চিত করতে ফের একবার লাঠি হাতে পথে নামল পুলিশ। উপর মহলের সবুজ সঙ্কেত পাওয়ার পরেই শনিবার রাস্তায় নেমে ধরপাকড় শুরু করে ইটাহার থানার পুলিশ। লকডাউন অমান্যকারীদের লাঠিপেটাও করা হয়। আইন অমান্যকারীদের কড়া হাতে দমনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইটাহারের সচেতন নাগরিকরা।

লাগাতার বিভিন্ন সংবাদ মাধ্যম ও মাইকে প্রচার সত্ত্বেও একটা অংশের মানুষ কিছুতেই লকডাউনের বিধিনিষেধ মানছেন না। নানা অজুহাতে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন অথবা আড্ডা মারছেন। এদের অনেকেই আবার মাস্ক ছাড়াই চলাচল করছেন। বাইক চালকদের কেউ কেউ মাস্ক তো দূরের কথা, মাথায় হেলমেটও পড়ছেন না। এদিন দুপুরে ইটাহার থানার পুলিশের দুটি দল আচমকা হানা দেয় চৌরাস্তা মোড়ে। গাড়ি থেকে নেমেই শুরু হয় অ্যাকশন। লকডাউনের আইন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে যারা রাস্তায় বেরয়েছিলেন, তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। যারা দাদাগিরি দেখানোর চেষ্টা করেছে, পুলিশ তাদের লাঠিপেটা করে গাড়িতে তুলেছে।

অধিকাংশ সচেতন মানুষই কড়া হাতে লকডাউন কার্যকর করার জন্য পুলিশকে বাহবা জানাচ্ছেন। তাদের বক্তব্য, যারা নিজেরা নিজের ও সমাজের ভাল বুঝতে চাইছে না, তাদের এভাবেই বোঝানো উচিৎ।

Related News

Back to top button