বাংলায় হীরক রানীর রাজত্ব চলছে– রায়গঞ্জে এসে বললেন ভারতী ঘোষ

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। পুলিশ অফিসারদের হুঁশিয়ারি ।
আজকের রাশিফল, ২০অক্টোবর, মঙ্গলবার
Bengal Live রায়গঞ্জঃ “পশ্চিমবঙ্গে আইনকানুন নেই। হীরক রাণীর আপন দেশে আইন কানুন সর্বনেশে।” রায়গঞ্জে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারকে এই ভাষাতেই কটাক্ষ করলেন প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ৷ রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গের আইন ব্যবস্থা পুরোপুরি ভেঙে গিয়েছে। নির্ভয়া কান্ডের মতনই ভয়াবহ, গণধর্ষণের পর হত্যা করা হচ্ছে নারীদের। অভিযুক্তদের আড়াল করছে পুলিশ। পালটা ধর্ষিতার পরিবারকেই হেনস্থা করছে পুলিশ এমনই অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সহ সভাপতি।
গরিবদের হাতে নতুন বস্ত্র দিলেন রায়গঞ্জের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী
ভারতী ঘোষের হুঁশিয়ারি, ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবেই। আর ক্ষমতায় এসেই সাধারণ মানুষের উপর যেসব অত্যাচারের ঘটনা ঘটেছে তার সবকটি কেস রি-ওপেন করা হবে। শুধু তাই নয় বাইরের এজেন্সি দিয়ে ঘটনাগুলির তদন্ত করানো হবে। রাজ্যের বর্তমান পুলিশ অফিসারদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে এদিন ভারতী ঘোষ বলেন, যেসব পুলিশ অফিসার নিজেদের ইউনিফর্মের গর্ব ভুলে গিয়ে, কী কারণে পুলিশের চাকরিতে এসেছেন তা ভুলে গিয়ে এবং নাগরিক স্বার্থ ভুলে সরকারের দালালি করছেন তাদের জেল হাজত হবেই।
প্রতিটি পূজা মন্ডপই নো এন্ট্রি জোন ! রায় হাইকোর্টের
মঙ্গলবার শিলিগুড়ি, জলপাইগুড়ি হয়ে রায়গঞ্জে আসেন বিজেপি নেত্রী। বিকেল নাগাদ রায়গঞ্জে পৌঁছেই দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তিনি বলেন, রাজ্য জুড়ে নারীদের উপর যেমন অত্যাচার চলছে, তেমনই দলীয় কর্মীদের উপর পুলিশ জুলুম চালাচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসানোর পাশাপাশি পুলিশি হেফাজতে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। রায়গঞ্জেও এমন ঘটনা ঘটেছে। বিজেপি কর্মী ইটাহারের অনুপ রায়ের মৃত্যুর ঘটনার প্রসঙ্গ টেনে ভারতী ঘোষ বলেন, তৃণমূলের সাথে যৌথ সন্ত্রাস চালাচ্ছে পুলিশ৷ ২০২১ সালের পর কেউ পালানোর জায়গা পাবে না।