রায়গঞ্জ

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রায়গঞ্জে বাম-কংগ্রেসের মিছিল

রবিবাসরীয় দুপুরে NRC, CAA ও NPR ইস্যুতে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে একই সাথে বাম-কংগ্রেসের মিছিল রায়গঞ্জে।

Bengal Live রায়গঞ্জঃ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল উত্তর দিনাজপুর জেলা বাম ও কংগ্রেস নেতৃত্বের। রবিবার দুপুরে শিলিগুড়ি মোড় থেকে মিছিল শুরু হয়। শহর পরিক্রমা করে মিছিলটি শেষ হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিপোর সামনে। সেখানেই পথ সভায় বক্তব্য রাখেন জোট সঙ্গী বাম-কংগ্রেসের জেলা নেতৃত্ব।

এদিনের মিছিলে জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, জেলা কংগ্রেস নেতা পবিত্র চন্দ ছাড়াও সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল,করণদিঘির প্রাক্তন বাম বিধায়ক গোকুল রায় সহ বামেদের একাধিক নেতা-নেত্রীকে দেখা গিয়েছে।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের পাশাপাশি এদিন ৮ই জানুয়ারি ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের সমর্থনে আওয়াজ তোলা হয় মিছিল থেকে।

Related News

Back to top button