রায়গঞ্জ

উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত দেড় হাজার ছাড়ালো

করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেল উত্তর দিনাজপুরে। রায়গঞ্জ পুর এলাকায় আক্রান্ত আরও ৯।

Bengal Live রায়গঞ্জঃ দেড় হাজারের গণ্ডি ছাড়িয়ে উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫৩৭। রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ জন। সুস্থ হয়েছেন ২১ জন। এখনও পর্যন্ত উত্তর দিনাজপুরে করোনা মুক্ত হয়েছেন ১২২০ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। রায়গঞ্জ পুর এলাকায় এদিন ৯ জন আক্রান্ত হয়েছেন করোনায় বলে জানা গেছে।

এদিকে আগামী সোমবার থেকে কালিয়াগঞ্জে কোভিড-১৯ র‍্যাপিড এন্টিজেন টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে এসে পৌঁছেছে র‍্যাপিড এন্টিজেন টেস্ট কিট৷ পরিকাঠামো উন্নয়নের কিছু কাজ শেষ হলেই শুরু হবে করোনা টেস্ট৷ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল সূত্রে খবর, জ্বর, কাশি ইত্যাদি উপসর্গ রয়েছে এমন রোগীদেরই র‍্যাপিড এন্টিজেন টেস্ট করানো হবে কালিয়াগঞ্জে।

Related News

Back to top button