রায়গঞ্জ

CORONA পজিটিভ উত্তর দিনাজপুরের আরও দুটি ব্লকে

একলাফে তিন COVID-19 আক্রান্তের সংখ্যা বাড়ল উত্তর দিনাজপুরে। নতুন করে আরও দুই সংক্রামিত মানুষের সন্ধান জেলার আরও কালিয়াগঞ্জ ও করণদিঘী ব্লকে।

Bengal Live রায়গঞ্জঃ আরও তিন CORONA আক্রান্তের সংখ্যা বাড়ল উত্তর দিনাজপুরে৷ রায়গঞ্জ ছাড়াও কালিয়াগঞ্জ ও করণদিঘি ব্লকে নতুন করে সংক্রমণের খবর মিলেছে জেলা প্রশাসন সূত্রে। ফলে উত্তর দিনাজপুরে COVID-19- এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রায়গঞ্জের ডোডরা এলাকায় নতুন করে একজনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। এদিকে কালিয়াগঞ্জের থানা পাড়া ও করণদিঘিতে আরও এক রোগীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। প্রসঙ্গত, এর আগে উত্তর দিনাজপুর জেলার তিন ব্লক রায়গঞ্জ, হেমতাবাদ ও ইটাহারে COVID-19 আক্রান্ত রোগীর সন্ধান মিলেছিল। এবার জেলায় আরও দুই ব্লকে ছড়ালো করোনা সংক্রমণ। আক্রান্তদের রায়গঞ্জের কোভিড হাসপাতালে আনা হয়েছে।

Related News

Back to top button